হিজড়াকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩: নোয়াখালী
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় এক হিজড়াকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলায় তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কোম্পানীগঞ্জ থানার ওসি সাজেদুর রহমান সাজিদ জানান, রোববার রাতে সোহাগী নামে এক হিজড়া বাদী হয়ে নয় জনকে আসামি করে মামলাটি করেন। হিজড়া হত্যা ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন- চরকাঁকড়া ইউনিয়নের নতুন বাজার এলাকার মাইন উদ্দিন মাস্টার, আবদুস সাত্তার ও মিজান। এদের মধ্যে আবদুস সাত্তার ও মিজানকে মামলার পর গ্রেপ্তার করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
ওসি জানান, শনিবার রাতে চাঁদা তোলাকে কেন্দ্র করে চরকাঁকড়া ইউনিয়নের জাকারিয়া মার্কেটের দোকানিদের সঙ্গে হিজড়াদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে রাতে তাদের মারধরও করে দোকানিরা।
রোববার দুপুরে স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে এ ব্যাপারে অভিযোগ করে হিজড়ারা। চেয়ারম্যান বুধবার এনিয়ে সালিশ বৈঠকের সিদ্ধান্ত দিলে তারা ইউনিয়ন পরিষদ থেকে বের হয়ে যাওয়ার সময় নতুন বাজারের দক্ষিণপাশে জাকার মিয়া সুপার মার্কেটের সামনে মার্কেটের দোকানদার রুবেলসহ ১০/১২জন তাদের উপর হামলা চালায়।
হামলায় জাহাঙ্গীর ওরফে লাকী আক্তারসহ আহতদের স্থানীয়রা উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখান থেকে নোয়াখালী সদর পাসপাতালে নেওয়ার পথে লাকী আক্তার মারা যান।
এই সংক্রান্ত আরো সংবাদ
নোয়াখালীতে অস্ত্র ঠেকিয়ে কিশোরীকে অপহরণের অভিযোগ
নোয়াখালীর সদর উপজেলায় অস্ত্র ঠেকিয়ে সতের বছর বয়সী এক কিশোরীকেবিস্তারিত পড়ুন
ভিক্ষুকে সয়লাভ নোয়াখালীর শহর
নোয়াখালী জেলা শহর মাইজদী এখন ভিক্ষুকের শহরে পরিণত হয়েছে। যদিওবিস্তারিত পড়ুন
নোয়াখালীতে পুলিশ-বিএনপি সংঘর্ষ
পেট্রলবোমা হামলার মামলায় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাবিস্তারিত পড়ুন