হিজড়াদের দেয়া হবে ভাতা ও খাদ্য সহায়তা!

প্রথমবারের মত হিজড়াদের দেয়া হচ্ছে রাষ্ট্রীয় সকল সুবিধা। ভারতের উড়িষ্যা রাজ্যে দেয়া হচ্ছে এই সুবিধা। তাদেরকে সামাজিক সকল সুবিধা দেয়ার পাশাপাশি অবসরের ভাতা, সরকারী বাড়ি ও খাদ্য সামগ্রী দেয়া হবে। নির্বাচন যখন সন্নিকটে তখন এরকম অনেক ঘোষণা দেয়া হয়।
উড়িষ্যার সামাজিক নিরাপত্তা বিভাগের মুখ্য সচিব নিতিন চন্দ্র দারিদ্র্যসীমার নিচে থাকা হিজড়া সম্প্রদায়ের জন্য নেয়া পদক্ষেপ সম্পর্কে বক্তৃতা দিতে গিয়ে বলেন, ‘সামাজিকভাবে হিজড়াদের বেশিরভাগ সময় বর্জনের কারণে তারা খুব খারাপ অবস্থায় আছে। উদাহরণস্বরূপ, তারা সহজে কর্মসংস্থানের সুযোগ পায় না।’
কোন সরকারী পরিসংখ্যানে হিসেব নেই তারা সংখ্যায় কতজন। কিন্তু কর্মীরা বলছেন, ভারতে হাজার হাজার হিজড়া রয়েছে। যাদের মাঝে অনেকে বহিষ্কার এবং বৈষম্য, সেইসাথে মৌখিক, শারীরিক ও যৌন নির্যাতনের মুখোমুখি। শিক্ষা ও কর্মসংস্থানে এক্সেসের অভাবে তারা শেষ পর্যন্ত যৌন কাজে বাধ্য হয় বা অনেকে সংগঠিত দল তৈরি করে ভিক্ষাবৃত্তি বা চাঁদা দাবি করে।
ভারতের সরকার এখন সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে, তাদের সাহায্য করার জন্য তাদের মাঝে যারা দারিদ্র্য রেখার নিচে অবস্থান করছে তাদের ঐসকল সুবিধা প্রদান করা হবে।
২০১৪ সালের এপ্রিল মাসে ভারতের সুপ্রিম কোর্টে একটি আইনি মামলায় হিজড়াদের তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃত করেন এবং তাদের সমান চিকিত্সা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলেন। আদালত একটি প্রান্তিক দল হিসেবে সম্প্রদায় স্বীকৃত এবং তাদের আর্থ-সামাজিক অবস্থা উন্নয়নের জন্য নীতি বাস্তবায়ন করতে কর্তৃপক্ষকে নির্দেশ দেন। সূত্র: ইন্ডিয়া টাইম্স।
এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন