হিরো হওয়ার চিন্তা করিনি
নেলসনে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ খেলছিল বাংলাদেশ। বিশেষ করে সাব্বির রহমান এবং ওপেনার ইমরুল কায়েসের ৭৫ রানের জুটি বাংলাদেশকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিল।
২৫২ রানের টার্গেটে ব্যাট করছিল বাংলাদেশ। ১০৫ রান মাত্র ১ উইকেট হারিয়ে তুলে ফেলে সফরকারীরা। কিন্তু পরেই যেন বাংলাদেশের ইনিংসে ধস নামলো।
দুর্ভাগ্যজনক একটি রানআউট যেন বাংলাদেশের পুরো চেহারাই পাল্টে দিল। সাব্বির ও ইমরুলে জয়ের স্বপ্ন দেখতে থাকা বাংলাদেশ ৬৭ রানে হারে। ম্যাচের সঙ্গে সিরিজও হারে বাংলাদেশ।
রানআউটটি নিয়ে বিভ্রান্ত ছিলেন মাঠের আম্পায়াররা। পরে টিভি আম্পায়ার রিপ্লে দেখে ফায়সালা দেন। প্রথমে আউট ভেবে মাঠের বাইরে আসতে থাকেন ইমরুল কায়েস। পরে তাকে থামান আম্পায়ার।
রিপ্লে দেখে আম্পায়াররা সাব্বিরকে আউট ঘোষণা করেন। ম্যাচে দারুণ ব্যাট করছিলেন সাব্বির। ৩ ছক্কায় ৩৮ রান করেছিলেন এ মারকুটে ব্যাটসম্যান।
রানআউটটি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। রানআউটটাকে ম্যাচের টার্নিং পয়েন্ট মনে করেন অনেকেই। অনেকেই মনে করেন সাব্বির আউট না হয়ে ইমরুল আউট হলে ম্যাচের ফলাফল অন্যরকম হলেও হতে পারতো।
তবে সাব্বির যেভাবে ননস্ট্রাইক প্রান্তে ব্যাট প্লেস করেছিলেন তাতে তাকে কাঠগড়ায় দাঁড় করানোই যায়। ইমরুল কায়েস স্ট্রাইক প্রান্ত থেকে দৌড়ে এসে নন স্ট্রাইক প্রান্তে ব্যাট প্লেস করতে পারলেও সাব্বির পারেননি।
তবে ইমরুল ও সাব্বির দুজনই সেই আউটকে পেছনে ফেলে তাকাতে চাইছেন সামনে। শুক্রবার নেলসনের টিম হোটেলে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ভুলটা অবশ্য মেনে নিয়েছিন ওপেনার ইমরুল।
তিনি বলেন, সাব্বির ও আমি আর কিছুক্ষণ খেলতে পারলে ম্যাচ সহজ হয়ে যেত। তবে রানআউট খেলারই অংশ। মেনে নিতেই হবে।
শনিবার শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচ নিয়ে বললেন সাব্বির। সাব্বির বলেন, ভুলগুলো শুধরে শেষ ওয়ানডেতে চেষ্টা করব ভালো খেলতে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাব্বিরের বলেন, হিরো হওয়ার চিন্তা করিনি। কীভাবে ম্যাচ জেতা যায় সেই চিন্তা করেছি।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন