হিলারিকে ভোট দিলে আমার ”যৌবন” দেব, প্রস্তাব ম্যাডোনার

ডেমোক্রাট প্রার্থী হিলারি ক্লিনটনের জন্য কোমর বেঁধে মাঠে নেমেছেন মার্কিন পপ গায়িকা ম্যাডোনা। আর হিলারিকে জেতাতে প্রয়োজনে যে কোন সাহসি পদক্ষেপ নিতেও পিছু হটবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। হিলারিকে ভোট দিলে প্রয়োজনে ভোটারের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করবেন বলেও ঘোষণা দিয়েছেন এ সেলিব্রেটি। এ খবর দিয়েছে সিডনি মর্নিং হেরাল্ড।
হিলারির এই কট্টর সমর্থক বলেছেন, ট্রাম্পকে ঠেকাতে হিলারির পক্ষে যারা ভোট দিবেন তাদের সঙ্গে তিনি ‘শারীরিক সম্পর্ক’ স্থাপন করবেন। ক্লিনটন সমর্থকদের তিনি শারীরিক সুখের উত্তেজনায় ভাসিয়ে দেবেন। জনপ্রিয় মার্কিন কৌতুকশিল্পী অ্যামি শুমারকে তিনি সরাসরিই দিয়েছেন এমন উত্তেজক প্রস্তাব।
খবরে বলা হয়, নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে এক অনুষ্ঠানে এমন প্রস্তাব নিয়ে হাজির হয়েছিলেন ম্যাডোনা। ওই অনুষ্ঠানে অ্যামি শুমারের আগেই মঞ্চে ওঠেন তিনি। এ সময় তিনি মঞ্চে আহ্বান জানান, অ্যামি শুমারকে। সঙ্গে বলে ওঠেন, তুমি হিলারিকে ভোট দিলে আমি তোমাকে ‘শারীরিক সুখ’ উপহার দেবো। এরপর সেই ‘শারীরিক সুখ’কে আদি রসাত্মক ভাষায় খানিকটা ব্যাখ্যাও করেন ম্যাডোনা।
অ্যামি শুমার নিজেও হিলারির সমর্থক। অনেক অনুষ্ঠানেই তিনি ট্রাম্পকে আক্রমণ করে এবং হিলারির পক্ষে কথা বলেছেন। তা সত্ত্বেও শুমারের প্রতি ম্যাডোনার এমন প্রস্তাব গোটা অনুষ্ঠানের মূল আলোচ্য বিষয় হয়ে দাঁড়ায়। শত হলেও কোটি হৃদয়ের এই রানির প্রস্তাব বলে কথা! তবে প্রস্তাবটি কি শুধু শুমারের জন্য নাকি সকল ভোটারের ক্ষেত্রে প্রযোজ্য তা অবশ্য বলেননি ম্যাডোনা। তবে ক্লিনটন ভক্তরা যে সুন্দরী পপ তারকার এমন প্রস্তাবে চাঙ্গা হয়ে উঠবেন তা বলাই বাহুল্য।
এই সংক্রান্ত আরো সংবাদ

এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
রাজধানী ঢাকার সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ হত্যাচেষ্টারবিস্তারিত পড়ুন

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন