হিলারির কষ্টের ভাষণ

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের কাছে পরাজয়ের পর গতকাল প্রথমবারের মতো জনসম্মুখে বক্তব্য রাখলেন হিলারি ক্লিনটন। শিশুদের প্রতিরক্ষা তহবিলের এক অনুষ্ঠানে যোগ দিতে বুধবার রাতে হিলারিকে জনসম্মুখে দেখা যায়।
ওই অনুষ্ঠানে হিলারি বলেন, ‘আমি মানছি আজ রাতে এখানে আসা আমার জন্য সহজ ছিল না।’
যদিও তার বক্তব্যের পুরো অংশ জুড়েই স্থান পেয়েছে ভবিষ্যত কর্মপন্থা। তার মায়ের কথা। মায়ের সঙ্গে কিভাবে সব কিছু শেয়ার করতেন, এরকম আবেগপ্রবণ কিছু মুহূর্তের গল্প।
হিলারি বলেন, ‘যদি ক্যালিফোর্নিয়ার ট্রেনে বসে মায়ের সঙ্গে গল্প করতে পারতাম! আমি স্বপ্ন দেখি, মায়ের সঙ্গে দেখা হয়েছে। তার সামনে বসে আছি এবং দুই হাত দিয়ে শক্ত করে তাকে ধরে রেখেছি। আর বলছি, মা দেখে তুমি বেঁচে আছো।’
চমকে উঠে হিলারি বলতে থাকেন, ‘মা তুমি দেখো তোমার মেয়ে মার্কিন সিনেটর হয়েছে, পররাষ্ট্র মন্ত্রী হয়ে দেশকে বর্হিবিশ্বের কাছে তুলে ধরেছে। প্রেসিডেন্ট পদপ্রার্থী হয়ে ৬২ মিলিয়ন ভোট পেয়েছে।’
হিলারি আরও বলেন, যুক্তরাষ্ট্রে শিশুদের জন্য এখনো অনেক কিছু করার আছে। এখানে একটি শিশুও দরিদ্রের মধ্যে থাকবে না। শুধু যুক্তরাষ্ট্র নয়, বিশ্বের যেকোন প্রান্ত যদি কোন শিশু ভয়ের মধ্যে থাকে তাহলে সেটি হবে আমাদের জন্য চ্যালেঞ্জ। সেই শিশুকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনেতে কাজ করবো।
বুধবার রাতে হিলারির বক্তব্যের পরে অনেকেই ধারণা করছে রাজনীতি থেকে খানিকটা দূরে সরে গিয়ে সন্তান এবং পরিবারকে সময় দেবে তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন