শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

হুদাকে ১৪ দলে আসার আহ্বান নাসিমের

বিএনপির প্রাক্তন সহসভাপতি ব্যারিস্টার নাজমুল হুদার নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় জোটকে (বিএনএ) ১৪ দলের সঙ্গে জোটবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

শুক্রবার বিকেলে রাজধানীর সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে বাংলাদেশ জাতীয় জোট-বিএনএর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

ব্যারিস্টার নাজমুল হুদার সমন্বয়ে ৩১টি ছোট দল নিয়ে গঠিত বিএনএ জোট এ অনুষ্ঠানের আয়োজন করে। তবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না বিএনএ জোটের চেয়ারম্যান ব্যরিস্টার নাজমুল হুদা। এক নিকট আত্মীয়ের মৃত্যুর কারণে তিনি অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি।

মোহাম্মদ নাসিম বলেন, ‘আপনাদেরকে নিয়ে ১৪ দলের সঙ্গে একদিন বৈঠক করব। আপনারাও আমাদের জোট হবেন ইনশাল্লাহ- এই কথা বলতে পারি।’

তিনি বলেন, ‘আপনারা সবাই থাকেন আমাদের সঙ্গে। ছোট দলকে ছোট মনে করার কিছু নাই। আমরাও ছোট দল ছিলাম। দল ছোট হতে পারে। ১৪ দলের মধ্যেও অনেক ছোট দল আছে। তার মানে এই নয় কাউকে ছোট করে দেখছি।’

নাসিম বলেন, ‘আলোচনা করব, আলোচনা করেই এগিয়ে যাব। নাজমুল হুদা ভাই থাকলে ভাল হতো। ওনি খুব ভালো ব্যক্তিত্ব।’

‘কিন্তু ওই বিএনপি-জামায়াত থেকে সাবধান। ওরা মানুষকে পুড়িয়ে হত্যা করেছে। ওদের সঙ্গে কোনো আপোশ বা সমঝোতা হতে পারে না; বৈঠক হতে পারে না।

বিএনএ জোটের নেতাকর্মীদের উদ্দেশে নাসিম বলেন, ‘আমি আপনাদের বলতে পারি, সমস্ত সহযোগিতা আপনাদের দেব। গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনায় একমত থাকার স্বার্থে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকব।’

৫ জানুয়ারি নির্বাচন এবং নির্বাচন পরবর্তী সরকারের এক বছর পূর্তি উপলক্ষে বিএনপি-জামায়াতের অবরোধ-হরতালের সহিংস চিত্র তুলে নাসিম বলেন, ‘বেগম জিয়া আপনি কী পেলেন? আপনার বিএনপি এখন ছিন্নভিন্ন হয়ে যাচ্ছে। দল এখন খান খান হয়ে যাচ্ছে। মানুষের বদদোয়া আর প্রতিহিংসা ছাড়া কিছুই পাননি।’

‘শেখ হাসিনার অধীনে নির্বাচন করবেন না কিন্তু পৌরসভা নির্বাচনে নাকে খত দিয়ে ধানের শীষ নিয়ে তার অধীনেই নৌকার বিরুদ্ধে নির্বাচন করলেন? তাহলে কেন আন্দোলনের নামে মানুষ হত্যা করলেন। নেতাকর্মীদের কষ্ট দিলেন।’

বিএনএ জোটের কো-চেয়ারম্যান এম নাজিমউদ্দিন আল আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানের আরো বক্তব্য রাখেন জোটের মহাসচিব সেকেন্দার আলী মনি, গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা শেখ মোস্তাফিজুর রহমান, জোটের মুখপাত্র শেখ সহিদুজ্জামান, রিপাবলিকান পার্টির সভাপতি বজলুর রহমান আমিনী, বাংলাদেশ আওয়ামী পার্টির সভাপতি আমানউল্লাহ শিকদার প্রমুখ।

এই সংক্রান্ত আরো সংবাদ

জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন

হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু

দেশের মানুষের মনোবাসনা বুঝে স্বচ্ছ রাজনীতির আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ীবিস্তারিত পড়ুন

বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা

বগুড়ায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৫৭ জনের বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। শনিবার রাতে বগুড়া সদর থানায় গাবতলীর নিহত বিএনপি নেতা জিল্লুর রহমানের স্ত্রী খাদিজা বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সরকার পতনের একদফা আন্দোলনে গিয়ে সংঘর্ষের সময় শহরের ঝাউতলা এলাকায় নিহত হনবিস্তারিত পড়ুন

  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী
  • রায়পুরায়  বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
  • বিএনপির আন্দোলন ভুয়া, তারেক রহমানের নেতৃত্বে আতঙ্কিত: ওবায়দুল কাদের
  • খালেদা জিয়ার ৩ রোগ বড় সংকট : চিকিৎসকরা
  • মুক্তিযুদ্ধের নামে বিএনপি ভাওতাবাজি করে : ওবায়দুল কাদের
  • দেশের মানুষ ঈদ করতে পারেননি
  • বিএনপির জাতীয় নির্বাহী কমিটিতে রদবদল
  • বিএনপির টপ টু বটম দুর্নীতিতে জড়িত: কাদের
  • চার্জ গঠন বাতিল চেয়ে রিট করবেন ড. ইউনূস