হুমায়ুন আহমেদের ‘দেবী’ নকল করে কলকাতায় ছবি নির্মাণ!
২০১৫-১৬ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া ছবির তালিকায় রয়েছে হুমায়ূন আহমেদের বিখ্যাত উপন্যাস ‘দেবী’ অবলম্বনে নির্মিতব্য ছবির নাম। আর এই খবরটিতে আনন্দিত হয়েছিলেন সিনেমাপ্রেমীসহ হুমায়ূন ভক্তরা। কিন্তু হতাশার বিষয় হলো সেই ছবি নির্মাণের অাগেই ‘দেবী’ নকল করে কলকাতায় নির্মিত হয়েছে ‘ইএসপি— একটি রহস্য গল্প’। আর এই ছবির স্টোরি ক্রেডিটে হুমায়ূন আহমেদের নাম উল্লেখ করা হয়নি, সেখানে কাহিনীকার হিসেবে দেখা গেছে শিবাশীষ রায়ের নাম।
শেখর দাসের পরিচালনায় ‘ইএসপি— একটি রহস্য গল্প’ ছবিতে অভিনয় করেছেন ঋতুপর্ণা, রাইমা সেন, সাহেব চ্যাটার্জী, দেবদূত ঘোষ ও বিশ্বজিত চক্রবর্তী। ২০১৩ সালে ছবিটির ট্রেলার প্রকাশ হয়। আর জি বাংলা সিনেমার অরিজিনালস বিভাগে প্রথমবারের মতো প্রিমিয়ার হয় গত ২১ আগস্ট।
সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ‘দেবী’ নকল করে ছবি নির্মাণের বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় বইছে। এর আগে মঞ্চে দেখা গেছে হুমায়ূন আহমেদের জনপ্রিয় উপন্যাস ‘দেবী’র নাট্যরূপ। আর ‘দেবী’ অবলম্বণে নির্মিতব্য অনুদানের ছবিতে অভিনয়ের কথা রয়েছে অভিনেত্রী জয়া আহসানের।
https://youtu.be/ROJ-s5ya7rc
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন