‘হুমায়ূন আহমেদকে নিয়ে তো ছবি বানাইনি’

মুক্তির আগে অন্য রকম আলোচনার ঝড় তুলেছে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ডুব’ ছবিটি। গতকাল শুক্রবার ভারতের আনন্দবাজার পত্রিকার একটি বিশেষ প্রতিবেদনে সরাসরি দাবি করা হয় যে প্রয়াত সাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের জীবনকাহিনী নিয়ে এই চলচ্চিত্র নির্মিত হয়েছে। তারপর থেকেই আলোচনা তুঙ্গে। তবে নির্মাতা নিজে আনন্দবাজারের এই দাবি নাকচ করে দিয়েছেন।
আনন্দবাজারের প্রতিবেদন বলছে, ‘ডুব’ নাকি হুবহু হুমায়ূন আহমেদের বায়োপিক। ‘হুমায়ূন আহমেদ’ চরিত্রে ভারতের অভিনেতা ইরফান খানকে দেখা যাবে। হুমায়ূন আহমেদের কন্যা ‘শীলা আহমেদ’-এর চরিত্রে তিশা, প্রথম স্ত্রী গুলতেকিনের চরিত্রে রোকেয়া প্রাচী ও দ্বিতীয় স্ত্রী শাওনের চরিত্রে পার্নো মিত্র অভিনয় করেছেন। তবে এই বিষয়ে ফারুকীর বক্তব্য হচ্ছে, তিনি মোটেই হুমায়ূন আহমেদের জীবনী নিয়ে তাঁর ছবি বানাননি।
ফারুকী বলেন, ‘হুমায়ূন আহমেদকে নিয়ে তো ছবি বানাইনি ! এটা তাঁকে নিয়ে বানানো কোনো বায়োপিক নয়, একটা পরিবারের গল্প। এটা যদি তাঁকে নিয়ে বানানো বায়োপিক হতো, তাহলে অবশ্যই সবাইকে জানাতাম। এখানে লুকানোর কিছু নেই। ছবিটিতে একটি পরিবারের গল্প আমি বলার চেষ্টা করেছি মাত্র। প্রেক্ষাগৃহে এসে ছবিটি দেখলে দর্শকের কাছে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে।’
এ নিয়ে ফেসবুকে একটি বিশদ স্ট্যাটাস দিয়ে নিজের অবস্থান পরিষ্কার করার চেষ্টাও করেছেন ফারুকী। এখানে তিনি হুমায়ূন আহমেদের পরিবার এবং তাঁর কাজের প্রতি নিজের শ্রদ্ধা এবং ভালোবাসার কথাও বলেছেন।
তারকাবহুল চলচ্চিত্র ‘ডুব’-এর শুটিং শেষ হয়েছে প্রায় সাত মাস। মুক্তির অপেক্ষায় থাকা এই ছবিটি চলচ্চিত্রটি যৌথভাবে প্রযোজনা করেছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া, ভারতের এসকে মুভিজ। এই দুই নির্মাণ সংস্থার পাশাপাশি ইরফান খানও এই ছবির একজন প্রযোজক!
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন