হুমায়ূন আহমেদের শূন্যতা থেকেই যাবে : জাফর ইকবাল
প্রয়াত কথাসাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের ভাই অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবাল বলেছেন, হুমায়ূন আহমেদের শূন্যতা পূরণ করা খুব সহজে হবে বলে আমার মনে হয় না। কারণ তার মতো এক জন বহুমাত্রিক প্রতিভা পাওয়া খুব মুশকিল। হয়ত তার মতো লেখক পাব, কিন্তু তার মতো নাট্যকার পাব না। হয়ত তার মতো নাট্যকার পাব, লেখক পাব না, পরিচালক পাব না, গান লিখতে পারে এ রকম পাব না।
মঙ্গলবার হুমায়ূন আহমেদের চতুর্থ মৃত্যুবার্ষিকীতে তিনি গাজীপুরের নুহাশপল্লীতে হুমায়ুন আহমেদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
তিনি বলেন, তার শূন্যতা থেকেই যাবে। কিন্তু তিনি যথেষ্ট দিয়ে গেছেন। তিনি যেটা দিয়ে গেছেন, সেটা দীর্ঘদিন আমাদের দেশের মানুষজনের হৃদয়ে স্থান পেয়েছেন, সেটা থেকে যাবে।
জাফর ইকবাল বলেন, আমরা অনেক ভোরে এখানে এসে পৌঁছেছি। এখানে এসে দেখলাম প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। দেখে আমার খুব ভাল লেগেছে। কারণ হুমায়ূন আহমেদ বৃষ্টিকে খুব ভাল ভাসতেন। বৃষ্টি দেখে মনে হয়েছে আমরা যেমন হুমায়ূন আহমেদকে স্মরণ করছি। শুধু আমরা না প্রকৃতিও তাকে স্মরণ করেছে।
তিনি বলেন, তাকে আমরা সবাই মিস করি। পরিবারের একজন চলে গেলে তো তাকে আর ফিরে পাওয়া যায় না। আমরা সান্ত¡না পাই এই ভেবে, তিনি যত বই লিখেছেন, উপন্যাস লিখেছেন, নাটক লিখেছেন, নাটক-সিনেমা তৈরি করেছেন, গান লিখেছেন, ছবি এঁকেছেন, তার এই যে বিশাল কর্মকাণ্ড মানুষের হৃদয়কে স্পর্শ করেছে, বাংলাদেশের সব ধরনের মানুষকে তিনি স্পর্শ করেছেন। সবার হৃদয়ে একটা জায়গা করে নিয়েছেন। আমরা সেটা চিন্তা করি। আমরা সান্ত¦না পাই, এ মানুষটা দীর্ঘদিন বাংলাদেশে বেঁচে থাকবেন।
জাফর ইকবাল ছাড়াও তাদের ভাই কার্টুনিস্ট আহসান হাবীব এবং তিন বোন সুফিয়া হায়দার, মমতাজ শহীদ, রোকসানা আহমেদসহ তাদের সন্তান-সন্তুতিরা নুহাশপল্লীতে আসেন এবং হুমায়ূন আহমেদের কবর জিয়ারত করেন। পরে বেলা সাড়ে ১১টার তারা নুহাশপল্লী ত্যাগ করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়েরও
গাজীপুরের শ্রীপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে।বিস্তারিত পড়ুন
গাজীপুরে স্ত্রীর পরকীয়ায় বাধা দেয়ায় স্বামী খুন, গ্রেফতার ৩
গাজীপুরে স্ত্রীর পরকীয়ায় বাধা দিতে গিয়ে পোশাক শ্রমিক জিয়াউর রহমানবিস্তারিত পড়ুন
মা প্রবাসে থাকার সুযোগে প্রতিরাতে সৎ শিশুকন্যার উপর নিপীড়নকারী এক লম্পট পিতা গ্রেফতার
মা প্রবাসে থাকার সুবাদে ১১ বছরের শিশু কন্যাকে অব্যহতভাবে রাতেরবিস্তারিত পড়ুন