হৃতিক-কঙ্গনার যুদ্ধের অবসান
বছরের সবচেয়ে বড় বলিউড বিতর্কের অবসান। হৃতিক রোশন ও কঙ্গনা রানাওয়াতের মধ্যে যে আইনি লড়াই শুরু হয়েছিল, তার ইতি হয়ে গেল। মুম্বই পুলিশের ফরেন্সিক ডিপার্টমেন্ট বিষয়টি নিয়ে NIL রিপোর্ট জমা দিয়েছে।
কঙ্গনা রানাওয়াত দাবি করেছিলেন হৃতিক রোশন তাঁকে রোম্যান্টিক ও প্রাইভেট ইমেইল পাঠাতেন। অন্যদিকে হৃতিকের অভিযোগ ছিল সেগুলি কোনও প্রতারক তৈরি করেছে। ফরেন্সিক ডিপার্টমেন্ট [email protected] থেকে পাঠানো সেই ইমেইলগুলো পরীক্ষা করে। কিন্তু কোনও সিদ্ধান্তে আসতে পারেনি। বান্দ্রা কুরলা কমপ্লেক্সের সাইবার পুলিশ মামলাটি বন্ধ করার সিদ্ধান্ত নেয়।
ক্রাইম ব্রাঞ্চের জয়েন্ট কমিশনার অফ পুলিশ সঞ্জয় সাক্সেনা জানিয়েছেন, আমরা মেইল আইডিতে কিছু পাইনি। কারণ সার্ভারটি অ্যামেরিকার। তাই অ্যাকাউন্টটি কে ব্যবহার করত, তা বলা মুশকিল। তবু যেটুকু প্রমাণ আছে, তার উপর ভিত্তি করে আমরা সিদ্ধান্তে আসতে চাইছি।
একই ইস্যু নিয়ে একজন সিনিয়র পুলিশ অফিসার জানিয়েছেন, অ্যামেরিকায় যে সার্ভার আছে, একমাত্র তার তথ্যই আমাদের সাহায্য করতে পারে। জানাতে পারে অ্যাকাউন্টটি কে ব্যবহার করত।
কঙ্গনা রানাওয়াতের আইনজীবী রিজ়ওয়ান সিদ্দিকি জানিয়েছেন, তিনি মামলা বন্ধ হয়ে যাওয়ায় খুব একটা আশ্চর্য হননি। তিনি বলেছেন, “তদন্তের পর পুলিশ যা পেয়েছে তার উপর ভিত্তি করে NIL রিপোর্ট বেরিয়েছে। এর মানে হৃতিক রোশনের দাবি মতো তারা প্রতারককে চিহ্নিত করতে পারেনি। কিন্তু কঙ্গনা সবসময় সবকিছু মেনে চলেছেন। সেখানে কোনও প্রতারণা নেই।”
হৃতিক রোশন ও কঙ্গনা রানাওয়াতের মধ্যে এই সমস্যার সূত্রপাত হয় জানুয়ারি মাসে। কঙ্গনা হৃতিককে “সিলি এক্স” বলার পর টুইটারে বিস্ফোরক মন্তব্য করেন হৃতিক। সেখান থেকে পুলিশ, সাইবার ক্রাইম ব্রাঞ্চ পর্যন্ত এগোয় ঘটনাটি। একে অপরকে আইনি নোটিসও পাঠান তাঁরা। হৃতিক কঙ্গনাকে সর্বসমক্ষে ক্ষমা চাইতে বলেন এবং এও জানান যে তিনি কোনওদিন কঙ্গনার সঙ্গে সম্পর্কে ছিলেন না। হৃতিকের মন্তব্য অস্বীকার করেন কঙ্গনা। তিনিও নিজের সমর্থনে অনেক কথাই প্রকাশ করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন