হৃত্বিকের সঙ্গে বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করলেন সুজান

বলিউড অভিনেতা হৃত্বিক রোশনের সঙ্গে সুজান খানের ডিভোর্স হয়েছে অনেক আগেই। কিন্তু তাদের বন্ধুত্বে এতটুকুও চিড় ধরেনি। তারই প্রমাণ আরও একবার দেখল বি-টাউন।
তিন দিন পর মুক্তি পাবে হৃত্বিক অভিনীত সিনেমা ‘কাবিল’। তার আগে গত শনিবার রাতে পরিবার ও বন্ধুদের জন্য স্পেশাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা করেছিলেন নায়ক।
সেখানে অন্যদের সঙ্গে হাজির ছিলেন সুজানও। স্ক্রিনিং শেষ হওয়ার পর ফের যেন ফিরল পুরনো প্রেম। একে অপরকে জড়িয়ে ধরলেন এই প্রাক্তন দম্পতি।
এই ছবিই শেয়ার করেছেন সুজানসেই একান্ত মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন সুজান।
বিবাহবিচ্ছেদের পর ছেলেদের প্রয়োজনে সবসময় একসঙ্গে তাদের পাশে থেকেছেন হৃত্বিক-সুজান। ছুটিতে বেড়াতে যাওয়া হোক বা স্পেশাল ডিনার— সব জায়গায় একসঙ্গে দেখা গেছে এই জুটিকে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন