‘হৃদয় বিয়ে করেছে ভালো কথা, কিন্তু আমাকে পেঁচাচ্ছে কেন’
‘হৃদয় বিয়ে করেছে ভালো কথা, এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। সে এখন অতীত, তারপরও বিভিন্ন গণমাধ্যমের খবরে আমাকে পেঁচানো হচ্ছে, কথা হচ্ছে আমার বিয়ে নিয়ে- এটা কেন ভাই!’
এভাবেই কিছুটা ক্ষোভ নিয়ে কথাগুলো বললেন মডেল ও অভিনেত্রী সুজানা। সম্প্রতি হৃদয় খানের তৃতীয় বিয়ের পরই সুজানাকে জড়িয়ে নানা ধরনের মুখরোচক গল্প ও গুঞ্জন বেগবান হচ্ছে। হৃদয়ের সাবেক এই স্ত্রী সবচেয়ে বেশি ক্ষেপেছেন তার বক্তব্য গণমাধ্যমে বিচ্ছিন্নভাবে এবং কিছুটা মারপ্যাঁচের মাধ্যমে উপস্থাপন হওয়ায়। এমনকি হৃদয় খানের পরিবারের পক্ষ থেকে এটাও নাকি বলা হচ্ছে যে- সুজানার কারণেই হৃদয়ের সাথে তাদের দূরত্ব সৃষ্টি হয়।
বর্তমানে ইতালিতে রয়েছেন সুজানা। মুঠোফোনে এবং মেসেঞ্জারে তিনি বলেন, কয়েকটি মিডিয়ায় এমনভাবে হৃদয়ের পরিবারের বক্তব্য ছাপা হয়েছে যে, এই তৃতীয় বিয়ের কারণেই হৃদয়ের সাথে পরিবারের দূরত্ব ঘুচে গেছে। আর আমার সাথে বিয়ের কারণে নাকি পরিবারের এই দূরত্ব তৈরি হয়েছিল। যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। অথচ পূর্ণিমা নামের যে মেয়েটির সাথে হৃদয়ের প্রথম বিয়ে হয়েছিল, তখন থেকেই পরিবারের সাথে তার সম্পর্ক ছিল না। হৃদয় তখনও স্টুডিওতে ঘুমাত। তার বাবা-মা ও ভাই তাকে খুব পছন্দ করতো। অথচ হৃদয় চাইতো না পরিবারের সঙ্গে থাকতে। এ কারণে সে স্টুডিওতে রাত্রীযাপন করতো। এসব কথা সে নিজেই আমাকে বলেছে। বরাবরই হৃদয় জোর দিয়ে বলতো, ‘যতই তারা ডাকুক, কখনই বাবা-মার সঙ্গে থাকবে না। ‘
সুজানা আরও বলেন, আমার সাথে হৃদয়ের ডিভোর্স হয়েছে দুই বছর, তাহলে এতদিন কেন পরিবারের সাথে সম্পর্ক জোড়া লাগেনি। এখন তৃতীয় বিয়ের কারণে সম্পর্ক জোড়া লেগেছে। কি হাস্যকর কথা।
এদিকে যে, এবার নাকি সুজানাও বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। এ প্রসঙ্গে সুজানা বলেন, এই খবরটিও ভিত্তিহীন। মূলত আমার বক্তব্যকে কেউ কেউ পাশ কাটিয়ে বিচ্ছিন্নভাবে উপস্থাপন করছে। অনেক সাংবাদিক আড্ডা বা আলাপকালে জানতে চান বিয়ে করছি কবে? আমি বরাবরই বলেছি- যখন করবো জানিয়ে করবো। আপাতত কোনো পরিকল্পনা নেই। পরিবার যখন চাইবে তখন দেখা যাবে। অথচ এই মন্তব্যকে বাইপাস করে এমনভাবে খবর প্রকাশ করা হচ্ছে- যেন কাল বা পরশু আমার বিয়ে হচ্ছে।
উল্লেখ্য, গত ১০ সেপ্টেম্বর মালয়েশিয়া প্রবাসী হুমায়রা খান নামের এক তরুণীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সংগীতশিল্পী হৃদয় খান।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন