হেডফোনে গিট্টু লেগে যায় ? মুক্তির সহজ উপায় (ভিডিও সহ)
অাপনি দূরে কোথাও যাচ্ছেন অথবা অবসরে বসে মন ভালো নেই, ভাবছেন গান শুনলে ভালো লাগবে হয়তো। ঠিক তখনি ব্যাগের ভিতর অথবা পকেটে সংরক্ষিত মোবাইল হেড ফোনটি বের করে দেখছেন…হেড ফোনটি জট বেঁধে আছে। মেজাজ খারাপ হয়নি আমার মনে হয় এমন কোন মানুষ নেই। সে যাই হোক, যেকোনো জায়গাতেই হেডফোন রাখলে তা কোনো না কোনোভাবে গিট্টু লাগবেই।
এই গিট্টু একবার লাগলে তা খোলা আসলেই বিরক্তিকর। তাই বলছি..আসুন জেনে নিই সহজ কয়েকটি উপায়ে কীভাবে হেডফোনের এই গিট্টু লাগা থেকে রেহাই পাবেন। সহজেই অাপনি হেড ফোনটি সংরক্ষন করতে পারবেন এবং খুব তাড়াতাড়ি খুলে প্রিজনের অথবা নিজের ভালোলাগা গানটি শুনতে পারবেন।
পদ্ধতি এক:
– এক্ষেত্রে প্রথমে জ্যাকটি আপনার হাতের মাঝখানে নিন।
– অনামিকা, মধ্যমা এবং কনিষ্ঠা আঙ্গুল দিয়ে জ্যাকটি ধরুন।
– এবারে তর্জনী এবং বৃদ্ধা আঙ্গুলে ক্রস করে ক্যাবলটি পেঁচিয়ে নিন।
– এরপরে হাত থেকে পেঁচানো হেডফোনটি খুলে ফেলুন এবং হেডফোনের শেষ অংশটি দিয়ে পেঁচানো অংশটি হালকাভাবে বেঁধে ফেলুন।
– এবার খেয়াল করে দেখুন হেডফোনের যেকোনো একপাশ ধরে টান দিলেই খুব সহজে গিট্টু ছাড়া হেডফোনটি খুলে যাবে।
পদ্ধতি দুই:
– এই পদ্ধতিতে ইয়ারবাড দুটি অনামিকা এবং মধ্যমার ভাজে রাখুন এবং আঙ্গুল দুটি মুঠ করুন।
– পদ্ধতি ১ এর মত করেই তর্জনী এবং কনিষ্ঠায় পুরো ক্যাবলটি ক্রস করে পেঁচিয়ে নিন।
– জ্যাকের অংশটি দিয়ে পেঁচানো ক্যাবলটি হালকাভাবে বেঁধে ফেলুন।
– এটিতেও জ্যাকটি ধরে হালকাভাবে টান দিলেই পুরো বাঁধনটি মুহুর্তেই খুলে আসবে।
পদ্ধতি তিন:
– এই পদ্ধতিটি খুবই সহজ একটি পদ্ধতি। এটিতে বৃদ্ধা আঙ্গুলে ইয়ারবাডসটি ধরে রেখে বাকি ৪ আঙুলে ক্যবলটি পেঁচিয়ে নিন।
– পেঁচানো শেষে ক্যাবলটি হাত থেকে বের করে জ্যাকটি দিয়ে হালকা বেঁধে দিন।
– এবারে জ্যাক ধরে হালকা টান দিন দেখবেন খুব সহজেই এটি খুলে আসবে। ধন্যবাদ
বোঝার সুবিধার্থে নিচের ভিডিওটি দেখে নিতে পারেন….
এই সংক্রান্ত আরো সংবাদ
মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন
হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?
বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন
ধনিয়া পাতার উপকারি গুণ
চিকিৎসকদের মতে, ধনে বা ধনিয়া একটি ভেষজ উদ্ভিদ যার অনেকবিস্তারিত পড়ুন