সোমবার, নভেম্বর ২৫, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

হেরাথের জোড়া উইকেটে চাপের মুখে বাংলাদেশ

কলম্বো টেস্টের পঞ্চম দিনের শুরুতে ১৩৯ রানের লিড নিয়ে দিনের খেলা শুরু করা লঙ্কানদের বাকি দুই উইকেট তুলে নেয়ার লক্ষ্য মাঠে নেমেছিল বাংলাদেশ।

কিন্তু দিনের শুরুতে লাকমলের ব্যাট থেকে দ্রুত রান আসতে থাকে। দিনের তৃতীয় ওভারে মুস্তাফিজকে কয়েকদফা বাউন্ডারিতে পাঠিয়ে লঙ্কানদের লিড দেড়শ ছাড়ান লাকমল।

সাকিব এক প্রান্ত থেকে রান থামিয়ে রাখার চেষ্টা করলেও রাউন্ড দ্যা উইকেট থাকা মুস্তাফিজের বল থেকে রান আসছিল লাকমলদের ব্যাটের কানায় লেগে।

এলোপাথাড়ি ব্যাটিংয়ে লঙ্কানদের স্কোর তিনশো ছাড়ায়। লিড পৌঁছে যায় ১৭০ রানে। আরেক প্রান্তে থাকা দিলরুয়ান পেরেরা ১৬৫ বল খেলে ব্যক্তিগত অর্ধশত পূর্ণ করেন।

খেলাটি সরাসরি দেখুন এখানে–

তবে মিরাজের করা ১১৩ ওভারে দ্রুত রান নিয়ে গিয়ে শুভাশিসের থ্রোতে রান আউট হন অর্ধশত করা দিলরুয়ান পেরেরা। পেরেরার আউটে ভাঙ্গে আশি রানের জুটি। লঙ্কানদের লিড তখন ১৮৯ রান।

ঠিক পরের ওভারে সাকিবকে মাঠের বাইরে পাঠানোর চেষ্টা করতে গিয়ে লং অনে ক্যাচ আউট হন ৪২ রান যোগ করা সুরাঙ্গা লাকমল। লঙ্কানদের ইনিংস থামে ৩১৯ রানে। সাকিব চারটি, মুস্তাফিজ তিনটি উইকেট শিকার করেন।

কলম্বো টেস্ট জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ১৯১ রান। জয়ের জন্য ব্যাট করতে নামা দুই টাইগার ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকারকে শুরু থেকে সামাল দিতে হয় হেরাথ ও পেরেরার স্পিন।

ইনিংসের তৃতীয় ওভারে অফ স্পিনার পেরেরার গুড লেন্থের বলটি সৌম্যর ব্যাটের কানা ছুঁয়ে স্লিপ ফিল্ডারের পাশ দিয়ে চলে যায়।

নড়বড়ে শুরু হলেও টাইগার ওপেনাররা রান তুলতে সক্ষম হয়। ম্যাচের নিয়ন্ত্রন নেয়ার জন্য লঙ্কানদের দ্রুত উইকেটের দরকার ছিল। লঙ্কানদের ‘মেইন ম্যান’ হেরাথের হাত ধরেই প্রথম উইকেটের পতন ঘটে টাইগারদের।

ফর্মে থাকা ওপেনার সৌম্য সরকার ইনিংসের অষ্টম ওভারে ২৬ বলে ১০ রান যোগ করে সামনে এসে তুলে মারতে গিয়ে লং অনে সহজ ক্যাচ তোলেন তিনি। সেখানেই থামলেন না লঙ্কান দলপতি।

ঠিক পরের বলেই সদ্য ক্রিজে আসা আরেক বাঁহাতি ইমরুল কায়েসকে স্লিপ ফিল্ডারের শিকারে পরিণত করেন হেরাথ। দলের স্কোর তখন দুই উইকেটে ২২ রান।

এর আগে টসে জেতা লঙ্কানদের প্রথম ইনিংসে ৩৩৮ রানে থামায় টাইগার বোলাররা। জবাবে সাকিবের সেঞ্চুরি ও লোয়ার মিডেল অর্ডারের দাপুটে ব্যাটিং করে ৪৬৪ রান সংগ্রহ করে বাংলাদেশ দল।

১২৯ রানের লিড মাথায় নিয়ে তৃতীয় দিনের শেষ বেলায় ব্যাট করতে নেমে দুই ওপেনার দিমুথ করুনারাত্না ও গত ম্যাচের সেঞ্চুরিয়ান উপল থারাঙ্গা ব্যাটে দারুন সূচনা করে লঙ্কানরা।

তবে চতুর্থ দিনের শুরুতে দারুনভাবে ঘুরে দাঁড়ায় টাইগাররা। করুনারাত্না একা লড়াই করে ২৪৪ বলে ১২৯ রানের ইনিংস খেলে লঙ্কানদের লিড এনে দেয়।

তবে সাকিব-মুস্তাফিজের দারুন বোলিংয়ে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। দিন শেষে ১৩৯ রানের লিড খরচায় আট উইকেট শিকার করতে সক্ষম হয় টাইগাররা।

এই সংক্রান্ত আরো সংবাদ

নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস

টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন

প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!

চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন

নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন

  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
  • বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন
  • নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে: মির্জা ফখরুল
  • আদালত প্রাঙ্গণে সাবেক বিচারপতি মানিককে ডিম-জুতা নিক্ষেপ
  • রাওয়ালপিন্ডি টেস্ট: ৯৪ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ
  • পুলিশের লুট হওয়া ১২৩৪টি অস্ত্র উদ্ধার
  • হাসপাতাল থেকে বাসায় পৌঁছলেন খালেদা জিয়া
  • বিএনপির শামা ওবায়েদ ও কৃষক দলের বাবুলের পদ স্থগিত
  • ইসির নিবন্ধন পেল এবি পার্টি, প্রতীক ঈগল
  • থানায় জিডি-মামলা নিতে দেরি করা যাবে না: পরিপত্র জারি