হেরেও বিরল এক রেকর্ড করলেন বাংলার মুস্তাফিজ

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে ৭৭ রানে হেরেও এক বিরল রেকর্ড গড়লেন বাংলাদেশি কাটার মাস্টার খ্যাত বোলার মুস্তাফিজুর রহমান।
আজকের ম্যাচে সেই পুরোনো মুস্তাফিজকে ঠিক খুঁজে পাওয়া যায়নি, যাওয়ার কথাও নয়। প্রায় ছয়মাস পর দলে ফিরে স্বাভাবিক বোলিংটা করতেও পারবেন না সেটাই স্বাভাবিক।
ষাটের ঘরে রান দিয়ে সোমবারের ম্যাচে মুস্তাফিজ তুলে নিয়েছেন দুই কিউই ব্যাটসম্যানকে। কিউইদের হয়ে সেঞ্চুরি করা লাথামের উইকেট নিয়ে মুস্তাফিজ স্পর্শ করেন ওয়ানডেতে তাঁর ২৮তম উইকেট।
মাত্র ১০ ম্যাচ খেলে ২৮ উইকেট এর আগে কেউ পায়নি বাংলাদেশের হয়ে। তাই ১০ ম্যাচ খেলে সবচেয়ে বেশী উইকেটের মালিক এখন মুস্তাফিজুর রহমানই।
আর ১০ ম্যাচে সবচেয়ে বেশী উইকেট নেয়ার তালিকায় মুস্তাফিজ এখন যৌথভাবে বিশ্বের দ্বিতীয় সেরা বোলার। ২৯ উইকেট নিয়ে কিউই পেসার ম্যাকগ্লানাঘান রয়েছেন তালিকার শীর্ষে। ওয়েস্ট ইন্ডিজের ওটিস গিবসন এবং মুস্তাফিজ সমান সংখ্যক উইকেট নিয়ে রয়েছেন দ্বিতীয় অবস্থানে।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন