হেরেছে কলকাতা, কপাল খুলছে সাকিবের

সাকিব আল হাসানকে ছাড়া নিজেদের দ্বিতীয় ম্যাচে হেরেছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। টান টান উত্তেজনার ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে চার উইকেটে হেরেছে তারা। এতে অবশ্য কপাল খুলছে সাকিব আল হাসানের।
পাঁচ ছক্কা আর পাঁচ চারে মানিস পান্ডের অপরাজিত ৮১ রানের সুবাদে ১৭৮ রানের বিশাল সংগ্রহ করে কেকেআর। জবাবে দুইবল বাকী থাকতেই নিজেদের লক্ষ্যে পৌঁছে যায় মুম্বাই।
পাঁচ চার এবং তিন ছয়ে দলের পক্ষে নিতিশ রানা সর্বোচ্চ ৫০ রান (২৯ বল) করেন। পার্থিব প্যাটেল এবং বাটলার করেন যথাক্রমে ৩০ (২৭ বল) ও ২৮ (২২ বল) রান।
শেষদিকে দুই ছক্কা এবং দুই চারে ১০ বলে ২৫ রানের ক্যামিও খেলেন হার্দিক পাণ্ডা। কেকেআরের হয়ে রাজপুত তিনটি এবং নারিন, ওকস এবং যাদব একটি করে উইকেট লাভ করেন।
এর আগে ব্যাট করতে নেমে বিধ্বংসী ওপেনার ক্রিস লিনের ৩২ (২৪ বল), গম্ভীরের ১৯ (১৩ বল ) ও শেষদিকে যাদবের ১৭ (১৫ বল) রানের সাথে একপাশ আগলে রাখা পান্ডের ৮১ রানের সুবাদে ১৭৮ রান করে দুইবার আইপিএল শিরোপা জয়ী কেকেআর।
মুম্বাইয়ের হয়ে কুনাল পাণ্ডা তিনটি এবং মালিঙ্গা দুটি উইকেট লাভ করেন। এই ম্যাচ শেষে দুই পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে কেকেয়ার। রান রেট কম থাকায় সমান পয়েন্টে চার নম্বরে মুম্বাই। কলকাতার পরের ম্যাচ থেকে হয়তো নিয়মিতভাবে দলে থাকবেন সাকিব।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন