হেলমেট নিয়ে সমালোচনায় নায়লা নাঈম

আলোচিত মডেল নায়লা নাঈম স্তন ক্যানসার নির্ণয় নিয়ে সম্প্রতি একটি সচেতনতামূলক বিজ্ঞাপনচিত্রের মডেল হয়েছেন। দুই মিনিটের বিজ্ঞাপনটি নায়লা নাঈম ফেসবুকে প্রকাশ করার পর থেকেই রীতিমতো সমালোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগের মাধ্যমে। অনেকেই বলেছেন, নায়লা নাঈমকে নেতিবাচকভাবে এই বিজ্ঞাপনচিত্রে তুলে ধরা হয়েছে। তবে সেই বিজ্ঞাপন নিয়ে সমালোচনার জের না কাটতেই আবারো আরেক বিজ্ঞাপন নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। এবার সমালোচনার বিষয় হেলমেট নিয়ে।
বিশেষ করে বিজ্ঞাপনে তার ব্যবহার করা কুরুচিপূর্ণ শব্দগুলো নিয়ে চলছে প্রতিবাদ। অনেকে তার পোষ্টকরা ছবিতে বাজে মন্তব্য করেছেন।
তবে এমন সমালোচিত ও কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গি দিয়ে এবারই প্রথম বিজ্ঞাপনের মডেল হননি নায়লা। এর আগেও এমন অনেকে বিজ্ঞাপনে মডেল হয়েছেন তিনি। সচেতনতা বাড়াতে গত ৯ অক্টোবর তার ফেসবুক পেজের ওয়ালে ছবি পোস্ট করেন নায়লা। মোটর সাইকেল চালানোর সময় হেলমেট পরার উপর গুরুত্ব দিয়ে এই ছবি।
তবে হেলমেটের দিকে গুরুত্ব না দিয়ে তার ভক্তরা গুরুত্ব দিয়েছেন তার শরীরের দিকে। কেননা, তার শরীরের পোশাক ছিল খুবই আবেদনময়। ছবিটি শুট করা হয় এফডিসিতে। বিজ্ঞাপনটির এজেন্সি এশিয়াটিক টকিং পয়েন্ট।
শুধু এখানেই শেষ নয়, নায়লার ফেসবুক পেজে প্রতিদিনই অসংখ্য আবেদনপূর্ণ খবর শেয়ার করা হয়। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সমালোচনা চলছে। অনেকেই এসব শেয়ার করার কারণে গালিও দেন তাকে।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন