হেলস-মরগ্যানরা এবার বুজবে নিজেদের ঘরেও তারা নিরাপদ নয়

চ্যাম্পিয়ন্স ট্রফি ২০১৭ টুর্নামেন্ট খেলতে বাংলাদেশ সহ আটটি দল এখন ইংল্যান্ডে অবস্থান করছে। কড়া নিরাপত্তা ব্যবস্থার পরও গতকাল ইংল্যান্ডের শহর ম্যানচেস্টারে হয়েছে বোমা হামলা! শত আশঙ্কার পরও অবশ্য চালিয়ে নেয়া হচ্ছে আইসিসির দ্বিতীয় বৃহত্তম এই আসর।
টুর্নামেন্ট শুরুর আগেও ইংল্যান্ডে বোমা হামলার কথা কারো অজানা নয়। তবুও সেখানে খেলতে যাবার ব্যাপারে আপত্তি তোলেনি কোন দেশ বা খেলোয়াড়। কিন্তু ২০১৫ সালে নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ সফর বাতিল করেছিলো ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এমনকি ইংল্যান্ডের বাংলাদেশ সফরে গত বছর আসেননি অধিনায়ক মরগ্যান এবং ওপেনার অ্যালেক্স হেলস!
সন্ত্রাসী হামলা হতে পারে যেকোনো জায়গায়, সেটা হোক উন্নত দেশ অথবা তৃতীয় বিশ্বের দেশ। ম্যানচেস্টারে বোমা হামলাই প্রমান করে নিরাপদ নয় পৃথিবীর কোন স্থানই। তাই বলে তো আর ঘরে বসে থাকা যায় না। বিশ্বের প্রায় সকল তারকার উপস্থিতিতেই তাই এখনো বন্ধ হয়ে যায়নি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর।
বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা তার অভিজ্ঞতা জানালেন এভাবে, ‘ঘটনার সময় আমরা হোটেলেই ছিলাম। এখন তো সারা পৃথিবীতেই এসব ঘটছে। খুব দুশ্চিন্তা করে লাভ নেই। আমরা আইসিসি ও আয়োজকদের ওপর ভরসা রাখছি। হোটেলে নিরাপত্তা ভালো আছে। ‘
ম্যানচেস্টার হামলা অন্যান্য দেশগুলোর জন্য শিক্ষণীয় হতে পারে উল্লেখ করে নড়াইল এক্সপ্রেস বলেন, ‘এটা বরং আমাদের জন্য একটা শিক্ষা হতে পারে। আমাদের ওখানে এমন কিছু হলেই সব দেশ সফরে যেতে আপত্তি করে। এখন বরং বাকীরা বুঝতে পারবে যে, পৃথিবীর কোনো প্রান্তেই কেউ নিরাপদ নয়। এটা যে কোনো জায়গায় ঘটতে পারে। ‘
যে হেলস-মরগ্যানরা বাংলাদেশে সন্ত্রাসী হামলার ভয়ে যেতে অস্বীকৃতি জানিয়েছিল, আজ তাদের দেশেই এমন একটি ঘটনা ঘটল। কিন্তু আলাদা করে তাদেরকে কোন বার্তা দিতে নারাজ বাংলাদেশ অধিনায়ক।
তিনি বলেন, ‘বার্তা দেওয়ার কিছু নেই। যারা যায়নি আমাদের ওখানে, তারা হয়তো বেশী ভীত ছিলো। তবে হেলস, মরগ্যানরা এখন নিশ্চয়ই বুঝবে যে, ঘরে বসেও কেউ নিরাপদ নাও থাকতে পারে। এই ঘটনা থেকে কেউ দূরে না, আমার মুখে বলাটা জরুরী না, তারা এখন নিশ্চয়ই এটা উপলব্ধি করবে। ’
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন