হোয়াইট হাউসে চোখ জাকারবার্গের?
মার্ক জাকারবার্গের চোখ কি এখন হোয়াইট হাউসের দিকে? সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এই অন্যতম প্রতিষ্ঠাতার ইদানীংকালের কার্যক্রম সেই দিকে ইঙ্গিত করছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
কদিন আগেই জানালেন ঈশ্বরে বিশ্বাসের কথা। আপনি কি নাস্তিক নন? বড়দিনে করা তাঁর পোস্টের নিচে একজন মন্তব্যকারীর এমন প্রশ্নে জাকারবার্গ লেখেন, ‘না। আমি ইহুদি পরিবারে বড় হয়েছি। এমন একটা সময় ছিল, যখন আমাকে এসব বিষয়ে প্রশ্ন করা হতো। কিন্তু এখন আমি বিশ্বাস করি, ধর্ম খুব গুরুত্বপূর্ণ।’
এরপর গতকাল বুধবার জানালেন ২০১৭ সালে পুরো যুক্তরাষ্ট্র ঘুরে দেখার ব্যক্তিগত চ্যালেঞ্জের কথা। জানালেন, আরও বেশি মানুষের সঙ্গে মিশতে চান তিনি। শুনতে চান সবার কথা। এ সবকিছুই রাজনৈতিক প্রচারের মতো শোনাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
তবে জাকারবার্গ যে রাজনীতিতে আসতে চান, এই জল্পনা নতুন নয়। ২০১৬ সালের শুরুর দিকে ফেসবুকসংক্রান্ত এক মামলার নথিপত্রে দেখা গেছে যে দুই বছরের জন্য সরকারি অফিসে যোগ দিলেও যেন ফেসবুকের ভোটিং ক্ষমতা তাঁর হাতে থাকে, এমন এক প্রস্তাব পাস করার বিষয়ে বোর্ড সদস্যদের বলেছেন জাকারবার্গ। নথিতে দেখা যায়, এক বোর্ড সদস্য তাঁর এই প্রস্তাব দায়িত্বহীন বলা সত্ত্বেও তিনি তা অনুমোদন দিতে চাপ দিয়েছেন। ২০১৫ সালেও উইকিলিকসের ই-মেইল ফাঁসের ঘটনায়ও জাকারবার্গের রাজনীতিতে আশার ইচ্ছার বিষয়টি উঠে আসে। বিশ্লেষকেরা মনে করছেন, ফেসবুকের পরিচিতি ও জনপ্রিয়তা কাজে লাগিয়ে তিনি রাজনীতিতে সুবিধা নিতে পারেন।
এর আগে জাকারবার্গের রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার বিষয়টি ফুটে উঠেছে তাঁর জনকল্যাণমূলক কাজের মাধ্যমেও। ২০১৩ সালে অভিবাসনব্যবস্থা সংস্কারের পক্ষে ‘এফডব্লিউডি লবি গোষ্ঠী’ নামে রাজনৈতিক সংগঠন গড়ে তুলেছেন। এ সংগঠনের কাজ সিলিকন ভ্যালির জন্য দক্ষ বিদেশি শ্রমিক সংগ্রহ করা। জনকল্যাণমূলক কাজের জন্য ‘চ্যান জাকারবার্গ ইনিশিয়েটিভ’ নামে একটি দাতা সংস্থাও গড়ে তুলেছেন তিনি। খবর বিজনেস ইনসাইডার ও অন্যান্য।
এই সংক্রান্ত আরো সংবাদ
আজকের যত আয়োজন ডিজিটাল ওয়ার্ল্ডে
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে আজ থেকে শুরু হতে যাচ্ছেবিস্তারিত পড়ুন
মোবাইল নম্বর ঠিক রেখেই অপারেটর পরিবর্তন করা যাবে: প্রক্রিয়া শুরু
মোবাইল ফোনের নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তন (মোবাইল নম্বর পোর্টেবিলিটি-এমএনপি)বিস্তারিত পড়ুন
স্মার্টফোন কিনে লাখপতি হলেন পারভেজ
নির্দিষ্ট মডেলের ওয়ালটন স্মার্টফোন কিনে পণ্য নিবন্ধন করলেই মিলছে সর্বোচ্চবিস্তারিত পড়ুন