হোটেলে চেঁচামেচি, হৃতিককে জরিমানা
৪২-এ পা দিয়ে জবরদস্ত এক জন্মদিনের পার্টি করেছেন বলিউড তারকা হৃতিক রোশন। বি টাউনের হেন কোনো রথী-মহারথী নেই, যে আসেননি এই উৎসবে। আর নিজেদের মতো একটু সময় কাটানোর সুযোগ পেয়ে হৈ-হুল্লোড়ও করেছেন ইচ্ছেমতো।
চেঁচামেচি এতই বেশি হয়েছে যে এ জন্য রীতিমতো অর্থ জরিমানা গুনতে হয়েছে হৃতিক রোশনকে। খবর
মুম্বাইয়ের উরলি এলাকার ফোর সিজনস হোটেলে বসেছিল যেন তারার হাট। হৃতিকের জন্মদিন উদযাপনে যেন আনন্দের এক ফোঁটা কমতি না হয়, সে জন্য যথাযথ চেষ্টাও করেছেন হোটেলের কর্মকর্তারা। ৩৪ তলার রুফটপে আয়োজন করা এই পার্টিতেও হয়েছে ধুন্ধুমারি আনন্দ। তবে আনন্দ মাত্রা ছাড়িয়েছে বটে, রীতিমতো অভিযোগ করে বসেছেন এলাকাবাসী। শব্দে-আওয়াজে নাকি তাঁদের কান ঝালাপালা। পরে হৃতিককে ২৫ হাজার রুপি জরিমানা গুনতে হয়েছে ‘শব্দদূষণ’-সংক্রান্ত অভিযোগে।
পার্টিতে হয়েছে বিস্তর গান-বাজনা। ওদিকে বাইরে তো অজস্র গাড়ির হর্নের ব্যাপারস্যাপার চলেছেই। রাত ১০টার পর পুলিশ এসে পরিস্থিতি দেখে সাড়ে ১২ হাজার রুপির জরিমানা চাপিয়ে দেয়। তবে এর পরও চলতেই থাকে বাজনা। এর পর আশরাফ খান নামের এক স্থানীয় অধিবাসী আবারো অভিযোগ করেন পুলিশের কাছে (ওহ হো, বলে রাখা ভালো, এই আশরাফ খানের অভিযোগেই পুলিশ এসে হাজির হয় পার্টিতে!)। রাত সাড়ে ৩ টার সময় আবারো পুলিশের আবির্ভাব, এবারে হোটেল ম্যানেজারের কাছে সাড়ে ১২ হাজার রুপির জরিমানা ধরিয়ে দেওয়া হয়।
এর পর আর তেমন আওয়াজ হয়নি বটে! এ বিষয়ে বার্তা সংস্থা আইএএনএস জানতে চেয়েছিল হোটেলের একজন মুখপাত্রের কাছে। তিনি বলেন, ‘এ বিষয়ে আমাদের জিজ্ঞেস না করে বরং অভিযোগকারীকে জিজ্ঞেস করুন যে ৩৪ তলা থেকে আওয়াজ কীভাবে গ্রাউন্ড ফ্লোর বা নিচ পর্যন্ত পৌঁছায়। আর জরিমানার বিষয়ে পুলিশের সঙ্গেই কথা বলুন।’
হৃতিক রোশন এখন ব্যস্ত রয়েছেন ‘মোহেন জো দারো’ ছবির কাজে। ছবিটি পরিচালনা করছেন আশুতোষ গোয়ারিকর।
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন