রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

হোয়াটসঅ্যাপের মাধ্যমে হারানো স্ত্রীকে খুঁজে পেল স্বামী

ফেসবুক-হোয়াটস অ্যাপে পাতা ফাঁদে পা দিয়ে সমস্যায় জড়িয়েছেন হাজারো মানুষ৷ যার জেরে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের কুখ্যাতিও কম নয়৷ কিন্তু এই ফেসবুক-হোয়াটসঅ্যাপের কল্যাণেই পরিবারের কাছে ফিরিয়ে দিল হারিয়ে যাওয়া এক মহিলাকে৷

গত ১৫ জুলাই রাজস্থান থেকে আগ্রার উদ্দেশ্যে রওনা দেন কল্পনা জৈন নামে মানসিক ভারসাম্যহীন এক মহিলা৷ কিন্তু ভুল ট্রেনে চেপে শেষে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে এসে পৌঁছন তিনি৷ গত ১৮ জুলাই রাতে বালুরঘাট পুরসভা মোড়ে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াতে দেখা যায় তাঁকে৷ তাঁর গতিবিধি দেখে স্থানীয় মানুষের মধ্যে সন্দেহ জাগে৷ সেই সময় ওখানে আড্ডা দিচ্ছিল কয়েকজন যুবক৷কল্পনাদেবীর সঙ্গে কথা বলে তাঁরা জানা যায়, তাঁর বাড়ি রাজস্থানের আজমের জেলার শান্তিনগর থানার আশাগঞ্জে৷ এর পরেই তাঁরা বালুরঘাট থানায় খবর দেন৷ পুলিশের সাহায্যে কল্পনাদেবীকে হাসপাতালে ভরতি করেন ওই যুবকরা৷

উদ্ধারকারী ওই যুবকরা শুধু কল্পনাদেবীকে হাসপাতালে ভরতি করিয়েই ক্ষান্ত হননি। নিজেদের মোবাইলে কল্পনাদেবীর ছবি তুলে তা হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে দেন। যাতে কল্পনাদেবীর পরিবার বা আত্মীয়-স্বজন তাঁর সন্ধান পেয়ে তাঁকে বাড়িতে নিয়ে যেতে পারেন৷ সোশ্যাল মিডিয়ার আশীর্বাদে শেষ পর্যন্ত তাঁরা সফলতাও পান৷ ফেসবুক ও হোয়াটস-অ্যাপ গ্রুপে কল্পনাদেবীর ছবি দেখতে পান তাঁর স্বামী বিজয় জৈন৷ এর পর পুলিশের সাহায্য নিয়ে বালুরঘাটে এসে ওই যুবকদের সঙ্গে দেখা করেন তিনি৷শুক্রবার দুপুরে তাঁর স্ত্রী কল্পনা জৈনকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যান বিজয়বাবু৷

বালুরঘাট জেলা হাসপাতাল থেকে স্ত্রীকে বাড়ি নিয়ে যাওয়ার সময় বিজয় জৈন জানান, কল্পনাদেবী নিখোঁজ হওয়ার পর বিভিন্ন জায়গায় তাঁকে খুঁজেছেন তিনি৷অনেক খোঁজাখুজির পরও স্ত্রীর সন্ধান না পেয়ে অবশেষে কেশোরগঞ্জ থানায় একটি মিসিং ডাইরি দায়ের করেন৷ কল্পনাদেবী নিখোঁজ হওয়ার পর প্রতিটি দিন উৎকণ্ঠা আর দুশ্চিন্তার মধ্যে কেটেছে তাঁর৷ আচমকাই হোয়াটস অ্যাপ আর ফেসবুকের মাধ্যমে বালুরঘাট থেকে তাঁর স্ত্রীর আপলোড করা ছবি দেখতে পেয়ে ধরে যেন প্রাণ আসে তাঁর৷ সঙ্গে সঙ্গে কেশরগঞ্জ থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করে বালুরঘাটে আসেন তিনি৷

স্ত্রীর উপযুক্ত প্রমাণ পত্র দাখিল করে বালুরঘাট থানার পুলিশের মাধ্যমে হারিয়ে যাওয়া স্ত্রীকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যান৷ হারিয়ে যাওয়া একজন অসহায় মহিলাকে তাঁর স্বামীর ও পরিবারের কাছে ফিরিয়ে দিতে পেরে তাঁরাও ভীষণ খুশি বলে জানান ওই যুবকদের একজন মহেশ পারেখ৷

এই সংক্রান্ত আরো সংবাদ

বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, বিক্ষোভকারীদের অধিকার সমুন্নতবিস্তারিত পড়ুন

একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় অন্তত ৫৭বিস্তারিত পড়ুন

কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প

রিপাবলিকান দলের জাতীয় সম্মেলনে ডান কানে বড় ব্যান্ডেজ নিয়েই অংশবিস্তারিত পড়ুন

  • ওমানে বন্দুকধারীর হামলায় মসজিদের কাছে   ৪জন নিহত
  • ট্রাম্পকে গুলি করা ব্যক্তি দলের নিবন্ধিত ভোটার
  • প্রেসিডেন্ট মাসুদকে সতর্কতা ইরানিদের 
  • ভারতের সঙ্গে চুক্তিতে দেশের মানুষের আস্থা প্রয়োজন
  • ভারত আমাদের রাজনৈতিক বন্ধু, চীন উন্নয়নের : কাদের
  • ইসরায়েলে মুহুর্মুহু রকেট হামলা ইসলামিক জিহাদের
  • প্রথম বিতর্কের পর ট্রাম্পের দিকে ঝুঁকছেন দোদুল্যমান ভোটাররা!
  • রেবন্ত রেড্ডি এবং চন্দ্রবাবু নাইডু বৈঠক নিয়ে নানা জল্পনা
  • স্টারমারের দুঃখ প্রকাশের পরও বাংলাদেশি কমিউনিটিতে ক্ষোভ
  • রিয়াদে সৌদি আরবের সঙ্গে দ্বিতীয় রাজনৈতিক সংলাপে বসছে বাংলাদেশ
  • তুকতাক করার অভিযোগে গ্রেফতার মালদ্বীপের নারী মন্ত্রী
  • আজ লোকসভার স্পিকার নির্বাচন