হোসনী দালানে বোমা মেরে স্বীকার করলো আরো ২ জন
রাজধানীর পুরান ঢাকায় হোসনী দালান এলাকায় তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে বোমা হামলার ঘটনায় আরো দুই আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তারা হলেন- জঙ্গি নেতা জাহিদ হাসান রানা ওরফে মুসয়াব ও আরমান।
তদন্ত সংশ্লিষ্টরা জানান, জাহিদ গত সোমবার এবং আরমান মঙ্গলবার হামলার ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। ঢাকা মহানগর হাকিম ওয়ায়েজ কুরুনী খান চৌধুরী এই জবানবন্দি রেকর্ড করেন।
এ নিয়ে চাঞ্চল্যকর মামলায় চার আসামি আদালতে জবানবন্দি দিলেন। এর আগে আশিকুর রহমান রাশেদ ও সজীব নামে দু’জন জবানবন্দি দিয়েছেন।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি-দক্ষিণ) মোহাম্মদ ছানোয়ার হোসেন জানান, হোসনী দালানে তাজিয়া মিছিলের প্রস্তুতি সমাবেশে হামলার ঘটনায় এরই মধ্যে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের চারজন জবানবন্দি দিয়েছে।
গত বছরের ২৩ অক্টোবর দিবাগত রাতে তাজিয়া মিছিলের প্রস্তুতি সমাবেশে বোমা হামলার ঘটনায় পরদিন চকবাজার থানার উপ-পরিদর্শক জালাল উদ্দিন সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করছে ডিবি পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক শফিউদ্দিন শেখ গত মঙ্গলবার আদালতে প্রতিবেদন জমা দিয়ে বলেন, ‘জাহিদ হাসান ও আরমান চকবাজারের হোসনী দালানে শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় বোমার বিস্ফোরণ ঘটিয়ে নিরীহ জনগণকে হত্যা ও আহত করে।’
জানা গেছে, এ মামলায় গ্রেপ্তারকৃতদের মধ্যে জবানববন্দি দেয়া চারজনসহ অপর আসামিরা জেল হাজতে আছেন। তারা হলেন- কবির হোসেন, চান মিয়া, ওমর ফারুক, আহসান উল্লাহ মাহমুদ ও মো. শাহজালাল।
এই সংক্রান্ত আরো সংবাদ
রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন
জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে সুবিধা পাওয়া যাবে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন
ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত
ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন