হোয়াইট হাউজে ট্রাম্প, শপথের আনুষ্ঠানিকতা শুরু
ক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে সেই শপথ অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে। শপথ নিতে হোয়াইট হাউজে পৌঁছেছেন ট্রাম্প। সেখানে ট্রাম্পের পরিবারকে অভিবাদন জানান বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামার পরিবার।
ট্রাম্পের সঙ্গে হােয়াইট হাউজে পৌঁছেছেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। উপস্থিত হয়েছেন সাবেক প্রেসিডেন্ট জর্জ জুনিয়র বুশসহ সাবেক অন্য প্রেসিডেন্টরাও।
যুক্তরাষ্ট্রের সাংবিধানিক রীতি অনুযায়ী ডোনাল্ড ট্রাম্পকে শপথ পাঠ করাবেন মার্কিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। শপথের পর পেনসিলভানিয়া এভিনিউ ধরে এক শোভাযাত্রায় অংশ নেবেন তিনি। সেখানে হাজার হাজার সমর্থক যোগ দেবেন বলে ধারণা করা হচ্ছে। তবে তার আগেই শুরু হয়ে যাবে শপথ গ্রহণের দিনব্যাপী অনুষ্ঠান।
লিংকন মেমোরিয়ালে হবে এক পাবলিক কনসার্ট। ডোনাল্ড ট্রাম্প এবং তার ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স আরলিংটন জাতীয় সমাধিতে ফুল দেবেন যুদ্ধে নিহত মার্কিন সেনাদের স্মরণে। ওয়াশিংটন ডিসিতে আজ প্রায় নয় লাখ মানুষ সমবেত হবে।
ওয়াশিংটন ডিসিতে প্রায় নয় লাখ মানুষ সমবেত হবে। বিদায়ী প্রেসিডেন্ট ওবামা এবং ফার্ষ্ট লেডি মিশেল ওবামা ছাড়াও আগের সব মার্কিন প্রেসিডেন্ট, কংগ্রেসের সদস্যরা শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির থাকবেন।
নির্বাচনে হেরে যাওয়া হিলারি ক্লিনটন এবং সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনও সেখানে থাকবেন বলে আশা করা হচ্ছে। ধারণা করা হচ্ছে প্রায় আট থেকে নয় লক্ষ মানুষ আজ শপথ গ্রহণ অনুষ্ঠানের সময় ওয়াশিংটন ডিসির রাস্তায় ভিড় করবেন।
তবে এর মধ্যে ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা যেমন আছেন, তেমনি থাকবেন তার বিরোধীরা, যারা বিক্ষোভ করার জন্য সেখানে যাচ্ছেন। শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা।
হাজার হাজার পুলিশ সতর্ক পাহারায় থাকবে, জনতাকে সামলে রাখার জন্য তৈরি রাখা হয়েছে মাইলের পর মাইল ব্যারিকেড।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন