হোয়াটসঅ্যাপে ভিডিও কলিংয়ের আমন্ত্রণ পেয়েছেন? সাবধান! ওই ফাঁদে পা দেবেন না
সম্প্রতি হোয়াটসঅ্যাপে চালু হয়েছে ভিডিও কলিং ফিচার। কিন্তু এই নতুন ফিচারকে কেন্দ্র করেই এই অ্যাপে ঘুরছে মূর্তিমান বিপদ।
গত ১৫ নভেম্বর হোয়াটসঅ্যাপে চালু হয়েছে ভিডিও কলিং ফিচার। এই নতুন ফিচার যে যোগ হবে, সেই খবরটি অনেকদিন আগে থেকেই ছড়িয়েছিল। তাই এই ফিচার আসার পরে খুব স্বাভাবিকভাবেই ইউজাররা উৎসুক বিষয়টি নেড়েচেড়ে দেখতে। আর এই সুযোগটাই নিচ্ছে একদল স্প্যামার। হোয়াটসঅ্যাপে অনেকের মোবাইলেই আসছে একটি মেসেজ— ভিডিও কলিং ফিচার অ্যাক্টিভেট করার আমন্ত্রণ।
একেবারেই পরিচিত মানুষের নম্বর থেকেই এই মেসেজগুলি আসছে, তাই অনেকেই উৎসাহী হয়ে ক্লিক করছেন। তাছাড়া সেখানে লেখা থাকছে যে এই মেসেজ যাঁদের কাছে আসছে, শুধুমাত্র তাঁরাই ভিডিও কলিং ফিচারটির সুবিধা পাবেন। তাই খুব সহজেই সেই ফাঁদে পা দিচ্ছেন ইউজাররা। ওই মেসেজে একটি লিঙ্ক দেওয়া থাকছে এবং সেই লিঙ্কে ক্লিক করলেই রিডিরেক্ট করা হচ্ছে অন্য একটি ওয়েবসাইটে।
সেই ওয়েবসাইটে পৌঁছলে ইউজারকে বলা হচ্ছে ভেরিফিকেশন করতে। তার পরেই অন্ততপক্ষে আরও চারজন ইউজারের কাছে পাঠাতে বলা হচ্ছে ইনভিটেশন। এইভাবেই সাধারণ ইউজাররা স্প্যামের জালে জড়িয়ে পড়ছেন আর একবার স্প্যাম নেটওয়র্কে এক্সপোজ হয়ে যাওয়া মানে ফোন হ্যাক হওয়ার সম্ভাবনা প্রবল। তবে কীভাবে অ্যাক্টিভেট করবেন হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচার?
সঠিক পদ্ধতি হল, ফোনের হোয়াটসঅ্যাপ অ্যাপটি আপডেট করুন গুগল প্লেস্টোর অথবা অ্যাপল স্টোরে গিয়ে। আপডেট হলেই আপনা-আপনি চালু হয়ে যাবে ভিডিও কলিং ফিচার। তার জন্য কাউকে আমন্ত্রণ জানাতেও হবে না আর আমন্ত্রণ গ্রহণ করতেও হবে না।
এই সংক্রান্ত আরো সংবাদ
আজকের যত আয়োজন ডিজিটাল ওয়ার্ল্ডে
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে আজ থেকে শুরু হতে যাচ্ছেবিস্তারিত পড়ুন
মোবাইল নম্বর ঠিক রেখেই অপারেটর পরিবর্তন করা যাবে: প্রক্রিয়া শুরু
মোবাইল ফোনের নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তন (মোবাইল নম্বর পোর্টেবিলিটি-এমএনপি)বিস্তারিত পড়ুন
স্মার্টফোন কিনে লাখপতি হলেন পারভেজ
নির্দিষ্ট মডেলের ওয়ালটন স্মার্টফোন কিনে পণ্য নিবন্ধন করলেই মিলছে সর্বোচ্চবিস্তারিত পড়ুন