হোয়াটস অ্যাপের নতুন ফিচার
ফেসবুকের মালিকানাধীন জনপ্রিয় মেসিজিং সার্ভিস হোয়াটস অ্যাপে যোগ হলো নতুন নতুন ফিচার। এই অ্যাপটিতে লিঙ্ক শেয়ার আর চ্যাটিংয়ের নতুন অনেক অপশন যোগ হলো। এতদিন মেসেজিংয়ের একঘেয়ে ফিচার ব্যবহার করতে করতে বিরক্ত হয়েছিলেন অনেকেই। তাই একঘেয়েমি কাটাতেই নতুন পন্থা। এই ফিচারগুলোর সুবিধা কেবলমাত্র অ্যানড্রয়েড ফোন ব্যবহারকারীরাই উপভোগ করতে পারবেন।
হোয়াটস অ্যাপের নতুন ফিচারগুলো দেখে নিন:
১) এবার চ্যাটিং করতে করতেই লিঙ্ক কপি করতে পারবেন হোয়াটস অ্যাপ ব্যবহারকারীরা। আগে কোনও লিঙ্ক কপি করতে হলে পুরো চ্যাটটাই কপি করতে হতো। এবার এই নতুন ফিচারের মাধ্যমে শুধুমাত্র লিঙ্কটাই কপি করা যাবে।
২) হোয়াটস অ্যাপ ব্যবহারকারীরা একে অপরের সঙ্গে শুধু চ্যাটিংই নয়, শেয়ার করে ছবি এবং ভিডিও। এতদিন পর্যন্ত আলাদা আলাদাভাবে কনট্যাক্টসের লিঙ্ক দেখতে পেতেন তাঁরা। এবার তাঁরা আর আলাদা আলাদা নয়, সমস্ত লিঙ্কের লিস্ট একসঙ্গে দেখতে পাবেন। এই লিঙ্ক দেখার জন্য ওই একই স্ক্রিনে আলাদা একটা ট্যাব খোলা যাবে। সেই ট্যাবেই লিঙ্কের হিস্ট্রি দেখতে পারবেন ব্যবহারকারীরা।
৩) এতদিন হোয়াটস অ্যাপে কোনও বন্ধুর চ্যাট ডিলিট করতে হলে তাঁর পুরো চ্যাটটাই মুছে যেত। কোনও একটা চ্যাট মোছা যেত না। এবার হোয়াটস অ্যাপের নতুন ফিচারের মাধ্যমে আপনার যে চ্যাটটা অপ্রয়োজনীয় মনে হবে, আপনি শুধু সেই চ্যাটটাই মুছে ফেলতে পারবেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

আজকের যত আয়োজন ডিজিটাল ওয়ার্ল্ডে
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে আজ থেকে শুরু হতে যাচ্ছেবিস্তারিত পড়ুন

মোবাইল নম্বর ঠিক রেখেই অপারেটর পরিবর্তন করা যাবে: প্রক্রিয়া শুরু
মোবাইল ফোনের নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তন (মোবাইল নম্বর পোর্টেবিলিটি-এমএনপি)বিস্তারিত পড়ুন

স্মার্টফোন কিনে লাখপতি হলেন পারভেজ
নির্দিষ্ট মডেলের ওয়ালটন স্মার্টফোন কিনে পণ্য নিবন্ধন করলেই মিলছে সর্বোচ্চবিস্তারিত পড়ুন