হোয়াটস অ্যাপ গ্রুপে চাইল্ড পর্ন শেয়ার করে গ্রেফতার
শিশু পর্নোগ্রাহি হোয়াটস অ্যাপে শেয়ার করে গ্রেফতার হলেন এক ব্যক্তি। চেন্নাইয়ের রাজ্য গোয়েন্দা সংস্থা সিবি-সিআইডি সি ভেটরিভেল নামের একে ব্যক্তিকে গ্রেফতার করেছে।
সূত্রের খবর, গ্রেফতার হওয়া ব্যক্তি চেন্নাইয়ের নন্দনামে এক বেসরকারি অফিসে কাজ করেন। গত ২৭ জুলাই অফিসের হোয়াটস অ্যাপ গ্রুপে চাইল্ড পর্নোগ্রাফি শেয়ার করেন তিনি। এর পরেই ওই গ্রুপের মহিলা সদস্যরা সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ করেন।
ওই গ্রুপের মহিলা সদস্য এবং কোম্পানির লিখিত অভিযোগের ভিত্তিতে এর পর ভেটরিভালকে গ্রেফতার করে পুলিশ। চেন্নাইয়ের কে কে নগরের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
জিজ্ঞাসাবাদের সময় ভেটরিভল গোয়েন্দাদের জানিয়েছে, তিনি আরিয়ালুর জেলার একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত। সেখানে দুটি হোয়াটস অ্যাপ গ্রুপ রয়েছে। তার মধ্যে একটির নাম ‘হোফিনিয়ানস’ যেটি কোম্পানির নিজস্ব হোয়াটস অ্যাপ গ্রুপ।
এছাড়াও রয়েছে, আরও একটি গ্রুপ। যেটিতে কোম্পানির বাকি সদস্য বন্ধুরা রয়েছেন। ২৭ জুলাই একটি শিশু পর্নোগ্রাহি শেয়ার করার সময় বন্ধুদের গ্রুপে দেওয়ার বদলে ভুল করে অফিসের গ্রুপে পাঠিয়ে দেন তিনি। ভুল করে এই কাজ করেছেন বলে পুলিশের কাছে জেরায় কবুল করেছেন সি ভেটরিভেল।
আদপেই ভুল করে ওই শিশু পর্নোগ্রাহি ভেটরিভেল পাঠিয়েছিলেন না কি ইচ্ছে করে তা শেয়ার করেছিলেন সে ব্যাপারে তদন্ত করছে পুলিশ। ইতিমধ্যেই ওই ব্যক্তির বিরুদ্ধে ৬৭, ৬৭-এ, ৬৭-বি ধারায় তথ্য প্রযুক্তি আইনে মামলা করা হয়েছে।
কিছুদিন আগেই পর্নগ্রাফি নিষিদ্ধ করা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। ৮৫৭টি পর্ন সাইট বন্ধ করে দেওয়ার পরেও বিতর্কের মুখে পড়ে নিষেধ তুলে দেয় সরকার। তবে চাইল্ড পর্ন বন্ধ করার জন্যই সরকার ওই ব্যবস্থা নিয়েছিল বলে জানিয়েছে সরকার।
এই সংক্রান্ত আরো সংবাদ
আজকের যত আয়োজন ডিজিটাল ওয়ার্ল্ডে
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে আজ থেকে শুরু হতে যাচ্ছেবিস্তারিত পড়ুন
মোবাইল নম্বর ঠিক রেখেই অপারেটর পরিবর্তন করা যাবে: প্রক্রিয়া শুরু
মোবাইল ফোনের নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তন (মোবাইল নম্বর পোর্টেবিলিটি-এমএনপি)বিস্তারিত পড়ুন
স্মার্টফোন কিনে লাখপতি হলেন পারভেজ
নির্দিষ্ট মডেলের ওয়ালটন স্মার্টফোন কিনে পণ্য নিবন্ধন করলেই মিলছে সর্বোচ্চবিস্তারিত পড়ুন