হোয়াট এ ম্যাচ!
ঢাকা ডায়নামাইটসের ছুঁড়ে দেওয়া ১৮২ রানের জবাবে ব্যাট করতে নেমে ১ বল হাতে রেখে ৩ উইকেটের জয় তুলে নিয়েছে ড্যারেন স্যামির রাজশাহী কিংস। টানটান উত্তেজনার এ ম্যাচ শেষে ফেসবুক পেজে নিজের অনুভূতি তুলে ধরেছেন কিংস ড্যাশিং ব্যাটসম্যান সাব্বির রহমান।
দুই দলের দেখায় এটি রাজশাহীর দ্বিতীয় জয়।
১৮২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মুমিনুল হক এবং সামিত প্যাটেলের ৫৬ ও ৭৫ রানে একটা সময় ম্যাচ হাতের মুঠোয় পুরে নেয় রাজশাহী। তবে, শেষ দিকে উমর আকমল-ড্যারেন স্যামি-আবুল হাসান দ্রুত ফিরে গেলে শঙ্কা তৈরী হয় কিংস শিবিরে। সব শঙ্কা উড়িয়ে এক বল বাকি থাকতেই বল সীমানা ছাড়া করে কিংসদের জয় এনে দেন মেহেদি হাসান মিরাজ। ১ বল বাকি থাকতেই ৩ উইকেটের জয় পায় রাজশাহী।
এর আগে ঢাকার পক্ষে সর্বোচ্চ ৬৬ রানের ইনিংস খেলেন কুমার সাঙ্গাকারা। ৩৯ বলে ৭৫ রানের ইনিংস খেলা সামিত প্যাটেল ম্যাচ সেরা নির্বাচিত হন।
সাব্বির তার ফেসবুক পেজে লিখেছেন:
- হোয়াট এ ম্যাচ, হোয়াট এ চেজ, হোয়াট এ উইন!
- What a match, what a chase, what a win!
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন