‘হ্যাঁ, আমি বাবা হতে চলেছি এটা একদম সত্য কথা’

বলিউড তারকা শহীদ কাপুরের ঘরে নতুন অতিথি আসতে চলেছে বলে অনেক দিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে সকল গুঞ্জনকে উড়িয়ে দিয়ে শহীদ নিজেই বিষয়টির সত্যতা নিশ্চিত করলেন।
আজ শহীদ কাপুর তার নতুন সিনেমার ট্রেইলার প্রকাশ করার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানান, হ্যাঁ আমি বাবা হতে চলেছি।
এবার, বড় পর্দায় ‘উরতা পাঞ্জাব’ সিনেমা নিয়ে আসছেন শহীদ কাপুর। তার সাথে কারিনা কাপুর ও আলিয়া ভাটও রয়েছে। আজ ট্রেইলার প্রকাশের সময় তারাও সেখানে উপস্থিত ছিলেন। সকলের সামনে অতি উৎসাহের সাথে তিনি নিজের খুশির খবর প্রকাশ করেন।
গত এক মাস আগে শহীদ কাপুরের স্ত্রী মিরাকে একটি অনুষ্ঠানে দেখা যায়। এরপর থেকে বিভিন্ন মিডিয়ায় গুঞ্জন শুরু হয় তাদের প্রথম সন্তান আগমনের বার্তা নিয়ে। এবার সেই প্রশ্নের উত্তর খুব সুন্দর করে দিলেন শহীদ।
বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে অবশেষে শহীদ বলেন, ‘তোর যা প্রশ্ন আছে, তা তুই সরাসরি জিজ্ঞেস কর না… এমনি এমনি কথা ঘুরাচ্ছিস কেন.. হ্যাঁ আমি বাবা হতে চলেছি এটা একদম সত্য কথা।’
শহীদ কাপুরের এমন উত্তরে সকলে অবাক হয় এবং সাথে সাথে তার খুশিতে সকলে নিজেদের খুশিও প্রকাশ করে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন