শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

হয় নার্সের চাকরি, না হয় আত্মহত্যা!

মাহফুজা আক্তার মৌ। বয়স ২৮। ফেসবুকে নাম ‘নীল মেঘ’। প্রোফাইলের ছবিটা গত ৩০ মার্চ শাহবাগে নার্সদের উপর পুলিশি হামলার চিত্র। তার উপর লেখা ৩০ মার্চ নার্সদের নির্যাতন কেন? ওয়াল ফটোর একপাশ কালো, তার উপর দুটি জিজ্ঞাসাবোধক ও বিস্ময়সূচক চিহ্ন। আরেক পাশে নার্সদের উপর নির্যাতনের চিত্র। উপরে লেখা ‘ঝরেছে রক্ত, কেঁদেছে নার্স; গর্জে ওঠ নার্স সমাজ…।’

মঙ্গলবার সন্ধ্যায় ‘নীল মেঘ’ ফেসবুক ইনবক্সে জানতে চান- ‘কোনো খবর আছে নাকি?’ তিনি বেকার নার্সদের চলমান আন্দোলনের খরব জানতে চেয়েছেন। উত্তরে এ প্রতিবেদক ‘না’ বলায়, তিনি রিপ্লেতে লেখেন ‘সব শেষ!’

মৌ ২০০৯ সালে দিনাজপুর নার্সিং ইনস্টিটিউট থেকে পাস করেছেন। বাড়িতে রয়েছেন বৃদ্ধ মা। পরিবারে মা ছাড়া কেউ নেই। তার দিকেই তাকিয়ে আছে মা। নার্সিং পড়ালে চাকরি নিশ্চিত, তাই মা তাকে কষ্ট করে নার্সিং পড়ান। কিন্তু এখন দুঃচিন্তায় ভুগছেন তারা।

জেষ্ঠ্যতার ভিত্তিতে নিয়োগের দাবিতে চলমান আন্দোলনে মৌও ছিলেন। ১৮ এপ্রিল খবর আসে তার মা অসুস্থ। তিনি বাড়ি চলে যান। বাড়ি গেলেও নজর ছিল প্রেসক্লাবের অবস্থান কর্মসূচির দিকে।

এরপর এ প্রতিবেদক জানতে চান সরকার যদি আপনাদের দাবি মেনে না নেয় তাহলে কী করবেন? তার উত্তর, ‘সুইসাইড করব এবং এটাই ফাইনাল।’

চাকরির জন্য কি কেউ সুইসাইড করে- এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমার সাত বছর ফিরিয়ে দিক। আমি মেধাবী ছিলাম। আমাকে শেষ করে দিল। রাবিশ ডিসিশন।’

নার্সিংপড়া তার জীবনের বড় ভুল হয়েছে বলে তিনি এখন মনে করছেন। নিয়োগ পরীক্ষা দিতে সমস্যা কোথায়?- জানতে চাইলে তিনি সংক্ষেপে বলেন, ‘ঘুষ নাই।’

তিনি বলেন, গত সাত বছরে দুইবার সার্কুলার দেওয়া হয়েছে। কিন্তু জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে বলেই তাদের একবারও আবেদন করতে দেওয়া হয়নি।

আন্দোলনকারী নার্স ফেরদৌসী বলেন, ‘আমার সঙ্গে ২০০৬ সালে যারা পাস করেছিলেন, তাদের অনেকের জ্যেষ্ঠতার ভিত্তিতে চাকরি হয়েছে। তাদের চাকরি হলে আমার কী অপরাধ? কী অপরাধে আমি বঞ্চিত হব?’

অবস্থান কর্মসূচির ১৬ দিন অতিবাহিত হলেও সরকারের পক্ষ থেকে সাড়া পাননি আন্দোলনরত নার্সরা। বরং অন্দোলন থেকে সরে যাওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি রিনা আক্তার। তিনি বলেন, অপরিচিত নম্বর থেকে ফোন করে তাকে গুম করার হুমকি দেওয়া হচ্ছে। তার গুমের বিনিময়েও যদি অন্য সকলের চাকরি হয়, তাতেও তার কষ্ট নেই।

গত ২৮ মার্চ পিএসসি পরীক্ষার মাধ্যমে ৩ হাজার ৬১৬টি সিনিয়র স্টাফ নার্স পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দেয়। এই নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল ও আগের মতো জ্যেষ্ঠতার ভিত্তিতে নার্স নিয়োগের দাবিতে প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে বেকার নার্সরা।

এই সংক্রান্ত আরো সংবাদ

টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে স্বাগতিক ওয়েস্টবিস্তারিত পড়ুন

রাস্তা আটকে যমুনা ফিউচার পার্কের ব্যবসায়ীদের বিক্ষোভ

যমুনা ফিউচার পার্কে মোবাইলের দোকানে চুরির প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভবিস্তারিত পড়ুন

যে ৫ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা

থাইল্যান্ড, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়ায় যাওয়ার ব্যাপারে বাংলাদেশি নাগরিকদেরবিস্তারিত পড়ুন

  • ধর্ম উপদেষ্টা: মসজিদে নববীর আদলে গড়ে তোলা হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ
  • রাজশাহীতে মুক্তিযোদ্ধার ভাস্কর্য ভাঙারির দোকানে
  • ২ ডিসেম্বর থেকে ঢাকা-যশোর-বেনাপোল রুটে ট্রেন চলবে
  • ভরিতে এবার ১,৯৯৪ টাকা বাড়লো স্বর্ণের দাম
  • সংস্কার হলে পেট্রোল-ডিজেলের দাম কত কমানো সম্ভব জানালো সিপিডি
  • রাজশাহীতে সমন্বয়ককে হাতুড়ি দিয়ে পেটানোর অভিযোগ
  • ড. ইউনূস: খালেদা জিয়াকে আনতে পেরে আমরা গর্বিত
  • দেশের নতুন প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দীন
  • ঢাবি ক্যাম্পাসে প্রথমবারের মতো চালু হচ্ছে শাটল বাস সার্ভিস
  • পাকিস্তানে যাত্রীবাহী গাড়িতে বন্দুকধারীর গুলি, নিহত ৩৮
  • সায়েন্সল্যাব এলাকা থেকে সিটি কলেজ সরিয়ে নেওয়ার দাবি ঢাকা কলেজের
  • ড. ইউনূস: আমাদের শিক্ষাব্যবস্থা চাকরিপ্রার্থী তৈরি করে, এটি ত্রুটিপূর্ণ