১লা বৈশাখে ফ্রি পাচ্ছেন যা

আজ বৈশাখী আনন্দ ছড়িয়ে নতুন বছর বাংলা ১৪২৪ সনকে বরণ করে নেওয়ার দিন। যত দুঃখ, জরা, গ্লানি, ব্যর্থতা; সব মুছে ফেলে নতুনের জয়গানে জীবন রঙিন করে তোলার কামনায় বাঙালির প্রাণের উৎসবের মধ্য দিয়ে শুরু হলো নতুন বছর। হিন্দু-বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, পাহাড়ি-সমতলের সব শ্রেণী, পেশা, বর্ণ, গোত্রের মানুষের কাছেই নববর্ষকে বরণ করে নেওয়ার উৎসব এখন পরিণত হয়েছে।
ঢাকায় বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অনুষঙ্গ হচ্ছে রমনা বটমূলে ছায়ানটের সঙ্গীতানুষ্ঠান। এবার প্রতিষ্ঠানটি সরোদ বাদনের মাধ্যমে সকাল ৬টা দশ মিনিটে অনুষ্ঠান শুরু হয়। মানবতার বারতা ছড়িয়ে দেওয়ার মূলমন্ত্র নিয়ে এবার তাদের পরিবেশনার মধ্যে রয়েছে আনন্দ, মানবতা আর কালজয়ী গান। এক্ষেত্রে রাখা হয়েছে পঞ্চ কবীর গানও।
এর উপলক্ষে সকাল থেকে রমনার দিকে মানুষ ছুটে চলছে। আর এ সব মানুষের পাশে এসে দাড়িয়েছে কিছু কোম্পানি তারা ফ্রিতে বিতরণ করছে পানি, বিস্কুট, গরমে যাতে মানুষ অসুস্থ না হয় তার জন্য ফ্রিতে দিচ্ছে হাত পাখা মাথার ক্যাপ।
ফ্রিতে বিতরণ করা এক বিস্কুট কম্পানির কর্মকর্তা জানান, আজ বাংলা বছরের ১ম দিন তাই আমাদের কোম্পানির পক্ষ থেকে এ বিস্কুট দিচ্ছি। তিনি বলেন, সবাই তো খুব সকালে এসেছে কেউ হয়তো নাস্তা করেছে কেউ না করেই চলে এসেছে তার জণ্য ফ্রিতে এ বিস্কুট দেওয়া এটা একটা মানুষের সেবা বলতে পারেন।
উত্তরা থেকে আসছেন নাজিম ও তার কয়েক জন বন্ধু তারা বলেন, খুব সকালে বের হয়েছি নাস্তা করতে পারি নাই বিস্কুট আর পানি পেয়ে সকালের নাস্তাটা হয়ে গেলো আর যা গরম আর রৌদ্র ক্যাপ আর হাত পাখা দিয়ে একটু হলেও শান্তি পাওয়া যাবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে একটি ক্যাথলিক স্কুলে জানালা দিয়েবিস্তারিত পড়ুন