১০০ কোটির কথা ভেবে ছবি করছি না: অমিতাভ

সাতের দশকের শেষ থেকে বলিউড তাঁর দখলে। টানা ২০ বছর একের পর এক হিট ছবি দিয়েছেন। প্রযোজকরা লাভ কুড়িয়েছেন। কিন্তু এখন আর এসব টাকার অঙ্ক নিয়ে মাথা ঘামান না অমিতাভ বচ্চন। ছবি কত টাকা রোজগার করল, সেই নিয়েও নয়। কারণটা বললেন নিজেই।
অমিতাভ বলেন, ‘আমার ছবি ১০০ কোটির ক্লাবে ঠাঁই পাবে না। এটুকু বাস্তব জ্ঞান আমার আছে। কেরিয়ারের এই পর্যায়ে এসে এসব ভাবাও উচিত নয়। যখন ছবির হিরো হতাম, তখন এসব নিয়ে ভাবতাম। কারণ তখন আমার কাঁধে অনেক বেশি দায়িত্ব ছিল।’
এখন শুধু ছবির চিত্রনাট্য, গল্প, ছবিতে তাঁর চরিত্র নিয়ে ভাবেন বিগ-বি। তবে এই নিয়ে কোনও আক্ষেপ নেই তাঁর। তিনি বললেন, ‘৭৪ বছর বয়সেও এতো পরিচালক আমার সঙ্গে কাজ করতে চান। রোজ ঘুম থেকে উঠে কাজে যাই। এর থেকে বেশি আর কী পেতে পারি! এজন্য নিজেকে ভাগ্যবান মনে হয়।’
সূত্র-আজকাল
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন