১০০ পেরিয়ে বাংলাদেশ

২৮৬ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে দারুণ লড়ছে বাংলাদেশি ব্যাটসম্যানরা। শুরুতেই দুই ওপেনার তামিম ও ইমরুল বেশ সতর্কভাবে ব্যাট করেন। কিন্তু দলীয় ৩৫ রানের মাথায় তামিম ফিরলে কিছুটা তেড়ে মারার চেষ্টা চালান ইমরুল। শেষ অবধি ৪৩ রানেই থামতে হয় ইমরুলকে।
এর আগে দ্বিতীয় ইনিংসে ২৪০ রানে অল আউট হয় ইংল্যান্ড। চট্টগ্রাম টেস্ট জিততে বাংলাদেশের দরকার ২৮৬ রান।
আগের দিনের ৮ উইকেটে ২২৮ রান নিয়ে রোববার দ্বিতীয় ইনিংসের চতুর্থ দিন শুরু করে ইংল্যান্ড। বাংলাদেশের হয়ে ৮৫ রানে ৫ উইকেট নিয়েছেন সাকিব।
প্রথম ইনিংসে ইংল্যান্ডের ২৯৩ রানের জবাবে ২৪৮ রান করতে সক্ষম হয় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৭৮ রান করেছেন তামিম ইকবাল। দ্বিতীয় সর্বোচ্চ ৪৮ রান এসেছে মুশফিকুর রহিমের ব্যাট থেকে। এছাড়া মাহমুদউল্লাহর ৩৮, সাকিবের ৩১ রান দলের সংগ্রহে অবদান রাখে।
টেস্টর প্রথম দিন টাইগারদের ঘূর্ণিতে ২৯৩ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন