১০০ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা আহমেদাবাদে

ভারতের গুজরাট রাজ্যের বৃহত্তম শহর আহমেদাবাদে প্রচণ্ড দাবদাহ অব্যাহত আছে। শহরটিতে গতকাল বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৮ ডিগ্রি সেলসিয়াস, যা গত ১০০ বছরে সর্বোচ্চ।
এনডিটিভির খবরে বলা হয়, তীব্র দাবদাহে গতকাল আহমেদাবাদে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন নগর কর্মকর্তারা। এরই মধ্যে আরেকটি দুঃসংবাদ দিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি)। সংস্থাটি জানিয়েছে, শহরটিতে গত ১০০ বছরের মধ্যে উষ্ণতম দিন ছিল বৃহস্পতিবার।
আইএমডির আবহাওয়া কেন্দ্রের পরিচালক জয়ন্ত সরকার বলেন, ‘বৃহস্পতিবার আহমেদাবাদ শহরে সর্বোচ্চ তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়। এটি ১০০ বছরের রেকর্ড ভেঙেছে। প্রাপ্ত তথ্য থেকে জানা যায়, ১৯১৬ সালের ২৭ মে শহরে ৪৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।’
কয়েক দিন ধরে গুজরাটের উত্তরাঞ্চল ও সৌরাষ্ট্র-কুচ অঞ্চলে তীব্র দাবদাহ বইছে। এ বিষয়ে জয়ন্ত সরকার বলেন, ‘প্রচণ্ড দাবদাহ আগামীকাল পর্যন্ত অব্যাহত থাকবে। পশ্চিমা বায়ু বাতাসে আর্দ্রতা বাড়িয়ে তাপমাত্রা কমাবে। এতে কিছুটা স্বস্তি পাওয়া যাবে।’
আহমেদাবাদ ছাড়াও গুজরাটের রাজধানী শহর গান্ধীনগর ও বনসকাণ্ঠা জেলার দিসায় তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি ছিল, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পবিস্তারিত পড়ুন

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন