১০৩ স্ত্রী, ২০৩ সন্তান রেখে মারা গেলেন ধর্মযাজক মাসাবা
নাইজেরিয়ার বিতর্কিত ধর্মযাজক বাবা আবুবকর মাসাবা আর নেই। তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
মৃত্যুকালে তিনি ১৩০ স্ত্রী এবং ২০৩ সন্তান রেখে গেছেন!
তার পুরো নাম আলহাজি মহম্মদ আবুবকর বেলো মাসাবা। খবরে প্রকাশ, নাইজার প্রদেশের বিড়াতে গত শনিবার মারা যান মাসাবা। মৃত্যুর কারণ অবশ্য জানা যায়নি।
তাঁর ব্যক্তিগত সহকারী মুতাইরু সালাউদ্দিন বেলো জানান, তাঁর মালিক নিজের বাড়িতেই মারা গেছেন। বেশ কিছুদিন ধরে ভুগছিলেন। যদিও, বার্ধক্যজনিত অসুস্থতাকেই প্রধান কারণ হিসেবে দেখানো হয়েছে।
গোটা আফ্রিকা, বিশেষ করে নাইজিরিয়াতে আবুবকর মাসাবা এক বর্ণময় এবং বিতর্কিত এক চরিত্রের নাম। ২০০৮ সালে শরিয়া আদালত তাঁকে নির্দেশ দিয়েছিল, তৎকালীন ৮৬ জন স্ত্রীর মধ্যে ৮২ জনকে বিচ্ছেদ দিতে।
আদালতের মতে, কোনও ইসলাম ধর্মাবলম্বী ব্যক্তি একসঙ্গে চারজনের অধিক স্ত্রী রাখতে পারেন না। কিন্তু, মাসাবা জানিয়ে দেন, তিনি কোনও ধর্মীয় সীমা লঙ্ঘন করেননি।
তিনি কোরানের ব্যাখ্যা করে বলেন, একজন যত খুশি বিয়ে করতে পারেন। তাঁর আরও দাবি ছিল, ঈশ্বর না কি তাঁকে নির্দেশ দিয়েছেন, বিয়ে করে যেতে!
এরপর তাঁকে আটক করা হয়। সেই সময় বিচার মন্ত্রণালয়ের দপ্তরের সামনে দিনের পর দিন ধর্না দিয়েছিলেন ৮৬ স্ত্রী ও ২০ সন্তান। প্রসঙ্গত, তখন মাসাবার ১৭০ সন্তান ছিল। প্রবল চাপে, বাধ্য হয়ে মাসাবার বিরুদ্ধে মামলা খারিজ হয়ে যায়।
সালাউদ্দিন বেলো জানিয়েছেন, মৃত্যুর আগে মাসাবা তাঁকে বলেন, আমার সময় হয়ে গেছে। আমার কাজ সম্পন্ন হয়েছে। এবার আমি আমার সৃষ্টিকর্তার সঙ্গে সাক্ষাৎ করব।
বেলো আরও জানান, সারা জীবনে কোনোদিন ওষুধ খাননি মাসাবা। কাউকে ওষুধ খাওয়ার সুপারিশও করেননি। তিনি যোগ করেন, মাসাবার মৃত্যুর সময় তাঁর সকল স্ত্রী ও সন্তানরা পাশে ছিলেন।
শেষ দিন পর্যন্ত ২০৩ সন্তানের জনক ছিলেন ‘বাবা’ (ভালোবেসে তাঁকে এই নামে ডাকা হত) মাসাবা। তবে, এখানেই শেষ নয়। জানা গেছে, মাসাবার ১০৩ স্ত্রীর মধ্যে কয়েকজন বর্তমানে অন্তঃসত্ত্বা।
সূত্র: এবিপি আনন্দ
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন