১০ টাকায় চাল দেওয়ার নামে লুটপাট করছে সরকার : দুদু

সরকার দরিদ্র মানুষকে ১০ টাকা কেজি দরে চাল দেওয়ার নামে লুটপাট শুরু করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। গরিব মানুষের বদলে আওয়ামী লীগের নেতাকর্মীরা এসব চাল পাচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।
আজ বৃহস্পতিবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বিএনপির ভাইস চেয়ারম্যান।
শামসুজ্জামান দুদু বলেন, ‘যে প্রক্রিয়ায় এই চাল বিপণন হচ্ছে তাকে শুধু লুটপাটই আখ্যা দেওয়া যায়। ডিলার নিয়োগ থেকে শুরু করে চাল বিতরণে তালিকা প্রণয়ন, বিতরণ—সবই চরমভাবে দলীয়করণ করা হয়েছে। গরিব মানুষের মধ্যে বিতরণের কথা বলে এখন এই চালের বিপণন কার্ড পাচ্ছেন ক্ষমতাসীন দলের নেতাকর্মী, তাদের দলীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের আত্মীয়স্বজন, নিকটজন এবং তাদের সমর্থক ধনী ও সচ্ছল ব্যক্তিরা। এমনকি সরকারি-বেসরকারি চাকুরেদেরও এ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। ডিলার নিয়োগ করা হয়েছে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের।’
কার্ডধারী ব্যক্তিরাও এই চাল ১০ টাকা কেজি দরে কিনে বেশি দামে পাইকারি বিক্রেতাদের কাছে বিক্রি করে দিচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, ‘প্রভাবশালী মহল তা কিনে সরকার নির্ধারিত মূল্যে সরকারি গোডাউনে বিক্রি করার জন্য মজুদ করছে। এ চাল বিপণনের ক্ষেত্রেও ওজনে কম দেওয়া হচ্ছে। ৩০ কেজি চাল দেওয়ার টিপসই নিয়েও আট/দশ কেজি দেওয়া হচ্ছে। তালিকা অনুমোদনের আগেই ক্ষমতাসীন দলের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে চাল বিতরণ করা হচ্ছে। এই চাল খোলাবাজারে বিক্রির ঘটনাও ঘটেছে। খাদ্য বিভাগ থেকে নিম্নমানের চাল দেওয়ার অভিযোগও উঠেছে। কোনো কোনো জায়গা থেকে শত শত বস্তা চাল উদ্ধার করা হয়েছে।’
গরিবের হক নিয়ে ক্ষমতাসীনরা গ্রামাঞ্চলে যে লুটপাট, দুর্নীতি, কেলেঙ্কারি ও অনিয়মের খেলা শুরু করেছে, তাকে নজিরবিহীন বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।
এর আগে বিনামূল্যের কাজের বিনিময়ে খাদ্য বা কাবিখা, টেস্ট রিলিফ (টিআর), বিধবা-ভাতা, বয়স্ক-ভাতা, এমনকি প্রতিবন্ধী ভাতা এবং হতদরিদ্রদের জন্য ৪০ দিনের কর্মসূচি নিয়েও বর্তমান সরকারের দুর্নীতি ও কেলেঙ্কারির ইতিহাস রয়েছে বলে উল্লেখ করেন শামসুজ্জামান দুদু।
কেবল দলীয় নেতাকর্মী-সমর্থকদের অবৈধ ও অনৈতিকভাবে লাভবান করে নিজেদের মসনদ চিরস্থায়ী করার লক্ষ্য নিয়েই সরকার ১০ টাকা কেজি দরে চাল দেওয়ার কর্মসূচি হাতে নিয়েছে বলেও অভিযোগ করেন বিএনপির ভাইস চেয়ারম্যান।
তবে প্রতারণার মাধ্যমে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি করে সাধারণ মানুষকে ঠকিয়ে আওয়ামী লীগ দলীয় নেতাকর্মী ও সমর্থকদের লাভবান করার এ প্রকল্পই সরকারের জন্য বুমেরাং হবে বলে মন্তব্য করেন শামসুজ্জামান দুদু।
এ সময় বাঙলা কলেজের সাবেক ভিপি, ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক, সাবেক সিটি কমিশনার শামীম পারভেজকে গতকাল বুধবার গ্রেপ্তারের প্রসঙ্গ উল্লেখ করে শামসুজ্জামান দুদু তাঁর নিঃশর্ত মুক্তি দাবি করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন