১০ দিনে ১১০ কোটি ছাড়িয়ে ‘টিউবলাইট’
ঈদে মুক্তি প্রাপ্ত বলিউড সুপারস্টার সালমান খানের অন্যান্য ছবির তুলনায় তার নতুন ছবি টিউবলাইট ভালো ব্যবসা করতে পারেনি। তবে খুব বেশি পিছিয়েও নেই।
ইতিমধ্যেই ১১০ কোটির ক্লাব ছাড়িয়ে গেছে পৌঁছে গিয়েছে টিউবলাইট। সালমান খানের অন্যান্য ছবি ঈদের আগেই ১০০ কোটির ক্লাবে পৌঁছে যায়।
অর্থাৎ ১০০ কোটির ব্যবসা করে ফেলে। তবে টিউবলাইট মুক্তির ৭ দিনের মাথায় গিয়ে ১০০ কোটির ক্লাবে পা রাখে। আর ১০ দিনে সেটা দাঁড়াল ১১০.০৭ কোটি রুপি।
ঐতিহাসিক যুদ্ধের উপর লিখিত এবং কবির খান দ্বারা পরিচালিত চলচ্চিত্র টিউবলাইট। এই চলচ্চিত্রের প্রযোজক হলেন সালমান খান এবং তার মা সালমা খান। ১৯৬২ সালে সংগঠিত ভারত-চীন যুদ্ধের উপর নির্মিত ছবিটি।
যেখানে সালমান খান একজন ভারতীয় নাগরিকের চরিত্রে অভিনয় করেছেন। সঙ্গীত পরিচালনা করেছেন জুলিয়াস পেকিয়াম এবং প্রীতম চক্রবর্তী। টিজারে প্রকাশ করা হয়েছে যে, এই চলচ্চিত্রটি ২০১৫ সালের হলিউড চলচ্চিত্র লিটল বয়ের উপর নির্মিত।
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন