শুক্রবার, নভেম্বর ১৫, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

১০ বছরের ছেলেকে ১০ হাজার ডলার পুরস্কার দিল ফেসবুক

বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেটের বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে পড়ে নানা ভাইরাস বা বাগ। এসব বাগের কারণে অনেক সময় বিব্রতকর অবস্থায় পড়তে হয়, আবার অনেক সময় বিভিন্ন অ্যাকাউন্টের নিরাপত্তাও বিঘ্নিত হয়।

সে কারণেই প্রায় সব বড় প্রযুক্তি প্রতিষ্ঠানই তাদের নিরাপত্তা নিয়ে সচেষ্ট। এ ছাড়া কেউ যদি কোনো বাগ বা ভাইরাস শনাক্ত করতে পারে, তাকেও পুরস্কৃত করে এসব প্রতিষ্ঠান। এবার ফেসবুকের আরেকটি প্রতিষ্ঠান ইনস্টাগ্রামে বাগ শনাক্ত করায় পুরস্কৃত করা হয়েছে এক বালককে।

ফেসবুকের পক্ষ থেকে ১০ বছর বয়সী ওই বালককে ১০ হাজার মার্কিন ডলার পুরস্কার দেওয়া হয়। এ খবর জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ভেঞ্চারবিট ডটকম।

১০ বছর বয়সী ওই বালকের নাম জানি, সে থাকে ফিনল্যান্ডে। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রথম বাগটি দেখতে পায় সে। বাগটির মাধ্যমে ইনস্টাগ্রামের যেকোনো কমেন্ট ডিলিট করে দেওয়ার প্রস্তাব দেওয়া হচ্ছিল।

ফেসবুকের পক্ষ থেকে বলা হয়েছে, বাগটি শনাক্ত করার পর ফেসবুক কর্তৃপক্ষকে ই-মেইল করে খবরটি জানায় সে। এর পর ফেসবুকের পক্ষ থেকে গত ফেব্রুয়ারিতে বাগটি ডিলিট করে দেওয়া হয়। পরের মাসে বাগটি শনাক্ত করার জন্য জানিকে পুরস্কৃত করা হয়।’

পুরস্কার পেয়ে স্বভাবতই খুব খুশি হয়েছে ১০ বছর বয়সী জানি। সে জানায়, তার ইচ্ছা বড় হয়ে নিরাপত্তা গবেষক হবে। কারণ, এখন ইন্টারনেটের যুগে নিরাপত্তা অনেক বড় ব্যাপার।

আর পুরস্কারের টাকা দিয়ে জানি একটা নতুন সাইকেল, ফুটবল গিয়ার, তার দুই ভাইয়ের জন্য কম্পিউটার কিনবে।

গুগল, মাইক্রোসফট ও ফেসবুকের মতো সব বড় প্রযুক্তি প্রতিষ্ঠানই ‘বাগ বাউন্টি প্রোগ্রাম’ চালু রেখেছে। গত ফেব্রুয়ারিতে ৮০০ নিরাপত্তা গবেষককে ৪৩ লাখ মার্কিন ডলার পুরস্কার দিয়েছিল ফেসবুক।

২০১১ সাল থেকে ‘বাগ বাউন্টি প্রোগ্রাম’ চালু করে ফেসবুক। সেই থেকে এখন পর্যন্ত প্রায় আড়াই হাজার বাগ শনাক্ত করেছে নিরাপত্তা গবেষকরা। ২০১৫ সালে ২১০ জন গবেষককে নয় লাখ ৩৬ হাজার মার্কিন ডলার পুরস্কার দিয়েছিল ফেসবুক কর্তৃপক্ষ।

এই সংক্রান্ত আরো সংবাদ

আজকের যত আয়োজন ডিজিটাল ওয়ার্ল্ডে

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে আজ থেকে শুরু হতে যাচ্ছেবিস্তারিত পড়ুন

মোবাইল নম্বর ঠিক রেখেই অপারেটর পরিবর্তন করা যাবে: প্রক্রিয়া শুরু

মোবাইল ফোনের নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তন (মোবাইল নম্বর পোর্টেবিলিটি-এমএনপি)বিস্তারিত পড়ুন

স্মার্টফোন কিনে লাখপতি হলেন পারভেজ

নির্দিষ্ট মডেলের ওয়ালটন স্মার্টফোন কিনে পণ্য নিবন্ধন করলেই মিলছে সর্বোচ্চবিস্তারিত পড়ুন

  • অবশেষে বাংলাদেশে ১৯ অক্টোবর থেকে পে-প্যাল সেবা
  • রবি গ্রাহকদের জন্য সুখবর ! ছাড় পাবেন উবারে !
  • মেধাসত্ত্ব সংরক্ষণের দাবি ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে
  • লক খুলবে মুখ দেখেই আইফোন ৮
  • ফেসবুক এবং গুগলের যুগে ডিজিটাল বিজ্ঞাপন প্ল্যাটফর্ম পরিকল্পনা করলে ভুল-ই হবে
  • এবার থেকে হোয়াটসঅ্যাপেও টাকা লেনদেন! জেনে নিন কীভাবে
  • ফেসবুক হ্যাক হয় যেভাবে
  • ধর্ষণ থেকে আত্মহত্যা! সবই পাওয়া যাচ্ছে গেমে
  • এলিয়েন তাড়ালেই নাসাতে মিলবে কোটি টাকার চাকরি
  • রাত্রে বিছানায় মোবাইল নিয়ে ঘুমনো অভ্যেস? জানেন না, কতবড় ভুল করছেন
  • দিনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন ১০০ কোটি মানুষ
  • ফেসবুকে দামি গাড়ি, গয়নার ছবি পোস্ট করেছেন? সর্বনাশ!