১০ বছর ধরে শিকলে বাঁধা জীবন
১০ বছর ধরে মানসিক প্রতিবন্ধী মজনুকে (২১) শিকলে বেঁধে রাখা হয়েছে। জন্মগতভাবে প্রতিবন্ধী না হলেও মাথায় আঘাত পেয়ে মস্তিষ্কে বিকৃতি দেখা দেয়ায় তার এ করুণ অবস্থা। হতদরিদ্র বাবা-মা ঝাঁড়ফুক ছাড়া অর্থাভাবে মজনুকে উন্নত চিকিৎসাসেবা দিতে পারেননি। মজনু সিরাজগঞ্জের এনায়েতপুর থানার সরাতৈল গ্রামের দিনমজুর সুলতান শেখের ছেলে।
জানা যায়, সুস্থ স্বাভাবিকভাবে জন্ম নেয়া মজনু ছোট বেলায় খুব হাসিখুশি ছিল। পরিবারের সবার প্রিয় ছিল সে। কিন্তু হঠাৎ এক বছর বয়সে তার মাথায় সামান্য একটু আঘাত লাগে। তখন দিনমজুর বাবা-মা গ্রামের কবিরাজী ওষুধ ও ঝাঁড়ফুক দিয়ে সুস্থতার আশা করেছিলেন। কিন্তু বহুদিন পেরিয়ে গেলেও সুস্থ না হয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে মজনু।
দিনমজুর বাবা সুলতান অর্থের অভাবে প্রিয় সন্তানকে উন্নত চিকিৎসা দিতে পারেনি। তখন থেকে মজনু বস্ত্রহীন হয়ে রাস্তায় রাস্তায় ঘুড়ে বেড়ায়, পানিতে পড়ে থাকে, ছোট ছেলেমেয়েদের মারধর করে এবং কুকুরসহ গরু-ছাগলের মুখে হাত দিয়ে খেলা করে। এ জন্য প্রায় ১০ বছর ধরে তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। তার কাছে কেউ যেতে চায় না। পাশ দিয়ে যাওয়ার সময় পাগল বলে হাসিতামাশা করে সবাই।
মজনুর মা মমতা বেগম বলেন, শ্বশুরের কাছ থেকে তিনশতাংশ জমি পেয়েছি। তার উপর একটা দোচালা ঘর তুলে বসবাস করছি। দুই ছেলে চার মেয়ের মধ্যে দুই মেয়ের বিয়ে হয়েছে। ভাই-বোনের মধ্যে মজনু তৃতীয়। আমরা সারা দিন মানুষের বাড়িতে কাজ করে যা পাই তা দিয়ে কোনোমতে খেয়ে না খেয়ে সংসার চলে। টাকা-পয়সা না থাকার কারণে মজনুকে বড় কোনো ডাক্তারের কাছে নিয়ে চিকিৎসা করাতে পারিনি। ভালো কোনো খাবার কিংবা পোশাক কিনে দিতে পারিনি কোনো দিন। মা হয়ে ছেলেকে বেঁধে রাখা কত যে যন্ত্রণার তা শুধু আমি আর আল্লাহই জানেন।
তিনি আরো বলেন, যদি ছেড়ে দেই তাহলে হারিয়ে যাবে। অথবা কারও ক্ষতি করতে পারে এই ভয়ে এবং লোকজনের মারধরের হাত থেকে রার জন্য তাকে এভাবে বেঁধে রেখেছি। আমার ছেলেকে সুস্থ করতে দেশের বিত্তবানদের ও মানব দরদীদের কাছে সাহায্যের আবেদন করছি।
এই সংক্রান্ত আরো সংবাদ
ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
নিজস্ব প্রতিবেদক : নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ এলাকায় কোটা আন্দোলনকারী সংগঠকবিস্তারিত পড়ুন