১০ বছর পর একসাথে পূর্ণিমা-মীর সাব্বির
২০০৭ সালে বিয়ের পরপরই হাতে মেহেদী রং উঠার আগেই পূর্ণিমা একটি নাটকে অভিনয় করেছিলেন। আর সে নাটকেই সহশিল্পী হিসেবে ছিলেন মীর সাব্বির। নাটকের নাম ‘মনের রাজা’। এটি ছিল মীর সাব্বির প্রযোজিত প্রথম নাটক। নাটকটির মূল গল্প ছিল মীর সাব্বিরের। নির্মাণ করেছিলেন রায়হান খান। এরপর মাঝে চার বছর আগে সিটিসেলের একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছিলেন পূর্ণিমা ও মীর সাব্বির।
চার বছর পর তারা দু’জন আবারো এবারের ঈদে দর্শকের জন্য একসাথে অভিনয় করেছেন ইমরাউল রাফাতের নির্দেশনায় ‘ভিমরতি বিড়ম্বনা’ নাটকে। এটি রচনা করেছেন হামেদ হাসান নোমান।
নাটকটিতে অভিনয় প্রসঙ্গে পূর্ণিমা বলেন, ‘রাফাতের নির্দেশনায় এটা আমার প্রথম কাজ ছিল। মেধাবী একজন পরিচালক। ভালো কাজ জানেন তিনি। তার নির্দেশনায় কাজ করে ভালো লেগেছে এই যে ভালোলাগার মধ্যদিয়েই কাজটি খুব সহজে শেষ হয়েছে। মীর সাব্বিরের সাথে অনেক দিন পর অভিনয় করেছি। আশা করি ভালো লাগবে দর্শকের।’
মীর সাব্বির বলেন, ‘ পূর্ণিমা এমনই একজন নায়িকা যার সাথে নাটকে কাজ করলে মনে হয় তিনি নাটকেরই একজন মানুষ। কারণ তিনি যথেষ্ট আন্তরিকতা নিয়ে আমাদের ছোটপর্দার শিল্পীদের সাথে কাজ করেন। তার অভিনয়ে এখন আরো অনেক দক্ষতা এসেছে, যা অভিনয় করতে এসে উপলব্ধি করেছি। নতুন প্রজন্মের অনেক শিল্পী আছেন যারা অভিনয় জানে না অথচ ভাব নিয়ে থাকেন। কিন্তু পূর্ণিমা সত্যিকারের একজন অভিনয় জানা শিল্পী হয়েও তার মাঝে সহজ সরলতাই চোখে পড়ে।’
আসছে ঈদে চ্যানেল আইতে প্রচার হবে পূর্ণিমা ও মীর সাব্বির অভিনীত ‘ভিমরতি বিড়ম্বনা’ নাটকটি। আসছে ঈদে মীর সাব্বির পরিচালিত একমাত্র খণ্ড নাটক হচ্ছে ‘বাপবেটা দিওয়ানা’। এটি রচনাও করেছেন মীর সাব্বির। আসছে ঈদে আরটিভিতে প্রচার হবে এটি। এতে বাপের চরিত্রে মীর সাব্বির এবং বেটার চরিত্রে সাঈদ বাবু অভিনয় করেছেন।
এ ছাড়া মীর সাব্বির অভিনীত আসছে ঈদে দশটি একক নাটক এবং তিনটি ঈদ ধারাবাহিক বিভিন্ন চ্যানেলে প্রচার হবে। পূর্ণিমা এরইমধ্যে শেষ করেছেন এস এ হক অলিকের নির্দেশনায় ‘ফিরে যাওয়া হলো না’ টেলিফিল্মের কাজ। এতে তার বিপরীতে আছেন হৃদয় খান। আজ বুধবার থেকে তিনি আবীর খানের নির্দেশনায় একটি নাটকের শুটিং-এ ব্যস্ত থাকবেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন