১০ বছর পূর্ণ হলো আজ মুশফিকের ক্যারিয়ারে
বাংলাদেশের ক্রিকেটে মুশফিকুর রহিম একটি উজ্জ্বল নক্ষত্র। বর্তমানে তিনি ভক্তদের কাছে রান মেশিন বলে পরিচিত।
দীর্ঘদিন ধরে বাংলাদেশ দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন তিনি। গত বছরের সেপ্টেম্বরে তার কাছ থেকে সীমিত ওভারের ক্রিকেটের অধিনায়কের দায়িত্ব সরানো হয়। এখন তিনি শুধু টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন। বগুড়ার এই ছেলের আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু হয় ২০০৫ সালের ২৬ মে। ওই ম্যাচটি ছিলো টেস্ট ম্যাচ। ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডসে অনুষ্ঠিত ওই ম্যাচের দুই ইনিংসে মুশফিকের রান ছিলো ১৯ ও ৩।
আন্তর্জাতিক ক্রিকেটে মুশফিক মোট টেস্ট ম্যাচ খেলেছেন ৪৫টি। তার মোট রান সংখ্যা ২৫৫৫। তিনি প্রথম বাংলাদেশি খেলোয়াড় হিসেবে টেস্ট ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করেছেন। টেস্টে মুশফিক সেঞ্চুরি করেছেন ৩টি ও অর্ধশত করেছেন ১৪টি। ২০০৫ সালে টেস্ট ক্রিকেট শুরু হলেও মুশফিকের ওডিআই ক্রিকেট শুরু হয়েছিলো ২০০৬ সালের ৬ আগস্ট। মুশফিক মোট ১৪৯টি ওডিআই ম্যাচ খেলেছেন। তার মোট রান সংখ্যা ৩৬৭১। ওডিআইতে তিনি সেঞ্চুরি করেছেন ৩টি ও অর্ধশত করেছেন ২২টি।
টি-টোয়েন্টি ক্রিকেটে মুশফিক মোট ম্যাচ খেলেছেন ৩৯টি। ২০০৬ সালের ২৮ নভেম্বর জিম্বাবুয়ের বিরুদ্ধে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয় তার। এই ফরম্যাটে মুশফিকের রান সংখ্যা ৫২২। এতে তিনি অর্ধশত করেছেন ১টি। ২০০৫ সালের ২৬ মে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া মুশফিকুর রহিমের ক্যারিয়ারের আজ দশ বছর পূর্তি হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন