১০ লাখ রুপির পুরস্কারের জবাবে ন্যাড়া হলেন সোনু নিগম

ফতোয়ার মুখে নিজের মাথাই কামিয়ে ফেললেন সোনু নিগম। মুসলিম না হওয়া সত্ত্বেও কেন আজানের আওয়াজে ঘুম ভাঙবে, টুইটারে এই প্রশ্ন করে বিতর্কের মুখে পড়ে যান এই সঙ্গীতশিল্পী। এরপরই পশ্চিমবঙ্গ সংখ্যালঘু সমিতির ভাইস প্রেসিডেন্ট সঈদ শাহ আতেফ আলি আল কাদেরি ঘোষণা করেন, যে সোনু নিগমের মাথা কামাতে পারবে ও পুরনো জুতোর মালা পরাতে পারবে তাকে ১০ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। তাই সেই ফতোয়ার জবাবে বুধবার নিজেই নিজের মাথা কামিয়ে ফেললেন সোনু নিগম।
মাথা কামানোর আগে, বুধবার সইদ শাহ আতেফ আলি আল কাদেরির এই মন্তব্যকে উল্লেখ করে সোনু আবার একটি টুইট করে, লেখেন “তাহলে এগুলো সাম্প্রদায়িক গুণ্ডাগিরি নয়”। সোনু একটি সাংবাদিক বৈঠকে জানান যে, ধর্মীয় ইস্যু হিসেবে না, সামাজিক ইস্যু হিসেবে টুইটারে এই ‘আজান’ নিয়ে এই মন্তব্য করেন তিনি।
সোনু নিগম বলেন, “আমি একজন ধর্মনিরপেক্ষ মানুষ। এটা আজানের ব্যাপারে ছিল না। এটা জোরে আওয়াজের জন্য ছিল। স্পিকারে রোজ জোরে কিছু চালানো আমার কাছে গুন্ডাগিরি।
সোনু নিগম আরও বলেন, “দেশের কী হয়েছে? যে যাকে খুশি দোষী বানাচ্ছে, যে যার উপর ইচ্ছা ফতোয়া জারি করছে। আমি কোনও ধর্মের কথা বলছি না।” তিনি বলেছেন যে মন্দির ও গুরুদোয়ারা নিয়েও তিনি বলেছেন, কিন্তু সেটা কারও নজরে আসেনি।
সূত্র: কোলকাতা টোয়েন্টিফোর
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন