১০ হাজারের দ্বারে তামিম
নিউজিল্যান্ড সিরিজেই নতুন ইতিহাস গড়ার সুযোগ রয়েছে বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবালের সামনে। দেশের হয়ে তিন ফরম্যাটেই সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় প্রথম বাংলাদেশি হিসেবে ১০ হাজার রানের মাইলফলকে নাম লেখাতে পারেন তিনি।
সোমবার বক্সিং ডে’তে ক্রাইস্টচার্চে প্রথম ওয়ানডে ম্যাচ দিয়ে তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি আর দুই টেস্টের সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। সবকিছু ঠিক থাকলে এ সিরিজেই ১০ হাজারি ক্লাবে বাংলাদেশের প্রথম সদস্য বনে যাবেন তামিম ইকবাল।
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই ব্যাটসম্যানের পাশে যোগ হয়েছে ৩৩৮৯ টেস্ট রান, ওয়ানডেতে ৫০০৭ রান আর টি-টোয়েন্টিতে রয়েছে ১১৫৪ রান। তিন ফরম্যাটেই বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের মালিক তিনি। সবমিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে রয়েছে ১৬টি সেঞ্চুরি। এটাও বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত সেঞ্চুরি।
এ মুহূর্তে তামিমের মোট রান ৯৫১০। অর্থাৎ নিউজিল্যান্ড-বাংলাদেশে সিরিজে ৪৯০ রান করলেই নতুন অর্জন ছুঁয়ে ফেলছেন তিনি। ২০০৭ সালের ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে অভিষেক করেন তামিম ইকবাল। সর্বশেষ ইংল্যান্ড সিরিজ পর্যন্ত বাংলাদেশের হয়ে ১৫৯ ওয়ানডে, ৫২ টি-টোয়েন্টি আর ৪৪টি টেস্ট ম্যাচ খেলেছেন এই ওপেনার।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন