১১ টাকা পকেটে তোলায় শিশুকে খুঁটিতে বেঁধে পিটুনি
পড়ে থাকা ১১ টাকা পকেটে ঢুকিয়ে ফেলায় এক শিশুকে খুঁটির সঙ্গে বেঁধে বেদম মারধর করা হয়েছে। লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের হজরত সৈয়দ শাহ মিরানের (রহ.) মাজারে এ ঘটনা ঘটেছে।
ঘটনাটি গত বুধবার ঘটলেও আজ শুক্রবার শিশু নির্যাতনের ছবি সামাজিক যোগযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়। পরে বিকেলে পুলিশ বিষয়টি তদন্তে মাঠে নামে।
মারধরের শিকার শিশুটির নাম মো. শাওন। সে উপজেলার বিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র এবং ওই এলাকার দিনমজুর মো. সেলিমের ছেলে।
শাওনের পরিবারে অভিযোগ, মাজার কমিটির লোকজন এ নির্যাতন করে।
স্থানীয় বাসিন্দারা জানায়, গত বুধবার বিকেল ৪টার দিকে ওই মাজারের দানবাক্সের ওপর কারো দান করা ১১ টাকা পড়ে ছিল। সেই টাকা শাওন পকেটে ঢুকিয়ে ফেলে। বিষয়টি মাজার কমিটির লোকজন দেখে শাওনকে আটক করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পরে ওই ১১ টাকা তার গলায় রশি দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়। এ সময় মাজারের সামনের একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে দুই হাত পিছমোড়া করে বেঁধে শাওনকে মারধর করা হয়।
এ ব্যাপারে মাজারের ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি মো. হোসেন জানান, ‘চুরি করেছে তাই লোকজন বেঁধে রেখেছে। মারধর করার সময় আমি ছিলাম না।’
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোতা মিয়া জানান, এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেনি। তবুও বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
রায়পুরায় বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
‘আওয়ামী লীগ দেশের উন্নয়নের জন্য কাজ করে, ঘরের ছেলে ঘরেবিস্তারিত পড়ুন
মেয়াদোত্তীর্ণ ঔষুধ পাওয়ায় চার ফার্মেসিকে জরিমানা
লক্ষ্মীপুর জেলায় মেয়াদোত্তীর্ণ ঔষুধ পাওয়ায় ৪টি ফার্মেসিকে ৫২ হাজার টাকাবিস্তারিত পড়ুন
অবৈধ কোরবানির হাটে আদায় লাখ-লাখ টাকা! মোল্লার হাট
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার একটি জনপ্রিয় হাট হচ্ছে মোল্লার হাট। কোরবানিবিস্তারিত পড়ুন