১১ বছরের শিশুকে ৩ বার ধর্ষণ, অভিযোগ ৫০ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে

ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রবাদে ১১ বছর বয়সী এক কন্যাশিশুকে গত এক সপ্তাহে তিন বার ধর্ষণ করছে বলে অভিযোগ উঠেছে ৫০ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে। সোমবার কালাপাথর থানায় ভিকটিমের পরিবার অভিযুক্ত ঐ ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছে।
পুলিশ জানায়, অভিযুক্ত মোহাম্মদ আসলাম একজন অটো চালক। আসলাম বিবাহিত এবং তার নাতি-নাতনি রয়েছে। চতুর্থ শ্রেণিতে পড়ুয়া ঐ শিশুটিকে তিনি ধর্ষণ করেন।
পুলিশ আরো জানায়, গত এক সপ্তাহে আগে ভিকটিমের পরিবার আইটিআই গ্রাউন্ড এলাকার একটি কলোনিতে উঠেন। আসলাম তাদের প্রতিবেশী। ধর্ষণের শিকার শিশুটি আসলামের নাতিনের সঙ্গে খেলতে তার বাসায় গিয়েছিল। এই সুযোগে আসলাম শিশুটিকে একটি কক্ষে নিয়ে ধর্ষণ করে। পরে আরো দুইবার শিশুটিকে তার বাসায় নিয়ে যায় এবং ধর্ষণ করে।
কালাপাথর থানার পরিদর্শক রুদ্র ভাস্কর টাইম অব ইন্ডিয়াকে জানান, শিশুটিকে বিস্কুট ও চকোলেটের লোভ দেখিয়ে অভিযুক্ত তার বাসায় এনে তিনবার ধর্ষণ করেছে এবং মা-বাবাকে না বলার জন্য শিশুটিকে ভয় দেখিয়েছে। গতকাল রবিবার শিশুটি তার মা-বাবাকে এ ঘটনা জানায়। এই মামলার আসামি আসলাম বর্তমানে পলাতক রয়েছে। পুলিশ অভিযুক্তকে খুঁজে বের করার চেষ্টা করছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি ছিল, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পবিস্তারিত পড়ুন

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন