১২ বছরের নিচে গৃহকর্মী নিয়োগ না দেওয়ার নির্দেশ
১২ বছরের নিচে কোনো শিশুকে গৃহকর্মীসহ কোনো কাজে নিয়োগ দেওয়া যাবে না বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি-২০১৫ বাস্তবায়নের লক্ষ্যে গৃহীত ‘গৃহকর্মীবিষয়ক কেন্দ্রীয় মনিটরিং সেল’ এর এক সভা শেষে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, ‘১২ বছরের নিচে কোনো শিশুকে গৃহকর্মীসহ কোনো কাজে নিয়োগ দেওয়া যাবে না। একইসঙ্গে ১২ থেকে ১৮ বছর বয়সি গৃহকর্মী নিয়োগের ক্ষেত্রে তাদের দিয়ে কোনো প্রকার ঝুঁকিপূর্ণ কাজ করানো যাবে না। তা ছাড়া গৃহকর্মী নিয়োগে তার শ্রম ঘণ্টা নির্ধারণ ও থাকার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি তার ছুটির সুযোগ-সুবিধাও নিশ্চিত করতে হবে।’
মুজিবুল হক চুন্নু বলেন, ‘গৃহকর্মী সুরক্ষায় কেন্দ্রীয় মনিটরিং সেল গঠন করা হয়েছে। অভিযোগ সাপেক্ষে তারা সারা দেশে অভিযান চালাবে। গৃহকর্মী নির্য়াতনের অভিযোগে প্রমাণ পাওয়া গেলে অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘২০২১ সালের মধ্যে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম বন্ধের লক্ষ্যে সরকার কাজ করছে।’
এই সংক্রান্ত আরো সংবাদ
রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন
জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে সুবিধা পাওয়া যাবে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন
ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত
ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন