মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

১২ বলে ১৪ রান দিলেন কাটার মাস্টার মুস্তাফিজ

আইপিএলের এলিমিনেটর ম্যাচে দিল্লির ফিরোজ শাহ কোটলায় বুধবার কলকাতা নাইট রাইডার্সের(কেকেআর) মুখোমুখি হয়েছে মুস্তাফিজুর রহমানের সানরাইজার্স হায়দরাবাদ। টসে হেরে প্রথমে ব্যাট করে ১৬২ রান সংগ্রহ করেছে হায়দারাবাদ। কোয়ালিফায়ার-২ এ যাওয়ার জন্য ১৬৩ রান করতে হবে কলকাতা নাইট রাইডার্সকে(কেকেআর)।

হায়দরাবাদের ডেভিড ওয়ার্নার ২৮, শিখর ধাওয়ান ১০, ময়েজেস হেনরিকস ৩১, যুবরাজ সিং ৪৪, দীপক হুদা ২১, বেন কাটিং ০, নম্যান ওঝা ৭, ভুবনেশ্বর কুমার ১, বিপুল শর্মা ১৪* ও বারিন্দের স্রান ০* রান করেন। কলকাতার পক্ষে কুলদ্বীপ যাদব ৩টি ও মরনি মরকেল ২টি ও জ্যাসন হোল্ডার ২টি করে উইকেট নেন।

কলকাতা নাইট রাইডার্সের এই গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে রাখা হয়নি বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। এবারের আসরে সাকিব ১০টি ম্যাচ খেলে ব্যাট হাতে ১১৪ রান করেছেন। আর বল হাতে নিয়েছেন পাঁচটি উইকেট।

এদিকে আজ হায়দরাবাদের বোলিং ইনিংসের তম ওভারে প্রথমবারের মতো মুস্তাফিজের হাতে বল তুলে দেন দলের অধিনায়ক ওয়ার্নার। মুস্তাফিজের প্রথম বল থেকে কোনো রান নিতে পারেন নি স্ট্রাইক প্রান্তে থাকা কলিন মুনরো। মুনরো তার দ্বিতীয় বলে ১ রান নিলে স্ট্রাইক প্রান্তে আসেন গৌতম গম্ভীর। গম্ভীর মুস্তাফিজের পরের ২ বল থেকে কোনো রান নিতে পারেন নি। তার পঞ্চম বল থেকে গম্ভীর ১ এবং ষষ্ঠ বল থেকে মুনরো ১ রান নিতে পারেন। অর্থাৎ মুস্তাফিজ প্রথম ওভার মাত্র ৩ রান দিয়েছেন।

দলের ১৩তম ওভারে আবার বোলিং আক্রমণে আনা হয় মুস্তাফিজকে। মুস্তাফিজের প্রথম বলে ৪ মারেন মনিষ পাণ্ডে। দ্বিতীয় বলে ১ রান নেন তিনি। মুস্তাফিজের তৃতীয় বলে ১ রান নেন সূর্যকুমার যাদব। চতুর্থ বলেও ১ রান নেন পাণ্ডে। পঞ্চম বলে যাদব কোনো রান নিতে না পারলেও মুস্তাফিজের ষষ্ঠ বলে ৪ মারেন। অর্থাৎ দ্বিতীয় ওভারে ১১ রান দিয়েছেন মুস্তাফিজ।

সব মিলিয়ে ২ ওভার অর্থাৎ ১২ বলে ১৪ রান দিলেন মুস্তাফিজ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৩ ওভার ৪ বলে ৪ উইকেট হারিয়ে ৯৭ রান সংগ্রহ করেছে হায়দরাবাদ।

আজকে যে দল হারবে তারা টুর্নামেন্ট থেকে বিদায় নিবে। আর বিজয়ী দল কোয়ালিফায়ার-২ এ গুজরাট লায়ন্সের মুখোমুখি হবে। সেখানে যারা জিতবে তারাই বেঙ্গালুরুর বিপক্ষে ফাইনালে খেলবে।

সানরাইজার্স হায়দরাবাদ একাদশ: ডেভিড ওয়ার্নার, শিখর ধাওয়ান, বেন কাটিং, দীপক হুদা, যুবরাজ সিং, ময়েজেস হেনরিকস, নামান ওঝা, বিপুল শর্মা, ভুবনেশ্বর কুমার, বারিন্দার স্রান ও মুস্তাফিজুর রহমান।

কলকাতা নাইট রাইডার্স একাদশ: রবিন উথাপ্পা, গৌতম গম্ভীর, মানিষ পাণ্ডে, কলিন মুনরো, ইউসুফ পাঠান, সূর্যসকুমার যাদব, রাজগোপাল সথিশ, জ্যাসন হোল্ডার, সুনীল নারাইন, কুলদিপ যাদব ও মর্নে মরকেল।

এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল

বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন

রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন

  • আজীবন সম্মাননা পেলেন টেন্ডুলকার
  • কিস্তিতে খেলোয়াড়দের বকেয়া শোধ করবে ‘দুর্বার রাজশাহী’
  • টানা ৮ ম্যাচ জেতার পরও এলিমিনেটরে হেরে রংপুরের বিদায়
  • বড় জয়ে সেরা আটে থাকার আশা বাঁচিয়ে রাখল রিয়াল
  • নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
  • প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
  • নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • বাংলাদেশ-ভারত সিরিজে হামলার হুমকির পর এবার বয়কটের ডাক
  • বাংলাদেশ-ভারত সিরিজে থাকবেন তামিম!
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির