১২ মণ পটলেও মিলছে না ১ কেজি ইলিশ
১২ মণ পটলেও মিলছে না ১ কেজি ইলিশ। রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী হাটে মঙ্গলবার ১২ মণ পটল বিক্রি করেও কিনতে পারেনি এক কেজি ইলিশ।
এ মৌসুমে পটল চাষ করে বিপাকে পড়েছেন সেখানকার চাষিরা। পটলের দাম কমতে কমতে দুই টাকা কেজিতে এসে পৌঁছেছে।
জানা গেছে, আড়ানী হাটে ৮০০ গ্রাম ইলিশ মাছ বিক্রি করতে দেখা গেছে এক হাজার ১০০ টাকায়। আর এক মণ পটল বিক্রি হয়েছে মাত্র ৮০ টাকায়। খাশির মাংস ৫৫০ টাকা ও গরুর মাংস ৪৫০ টাকা প্রতি কেজি বিক্রি হয়েছে।
সোনাদহ গ্রামের কয়েকজন পটলচাষি সাংবাদিকদের বলেছেন, জমি থেকে পটল তুলতে লেবার খরচ হয়েছে ৫০ টাকা। ভ্যান ভাড়া ৩০ টাকা। খাজনা খরচ ১০ টাকা।
তারা বলেন, সকালের নাস্তা খরচ ২০ টাকা। বাড়ি ফিরতে ভ্যান ভাড়া ১৫ টাকা। ইলিশ কেনা তো দূরের কথা কোনো বাজার না করেই বাড়ি ফিরছি।
দিন দিন পটলের দাম কমে যাচ্ছে। পটল বিক্রি করে মাছ-মাংস কেনার দিন শেষ।
পাইকারি ব্যবসায়ী নকিবুল হক বলেন, ঢাকাসহ বিভিন্ন এলাকার মহাজনরা পটল কিনতে চাচ্ছে না। এ জন্য পানির দামে বিক্রি হচ্ছে পটল।
বাঘা উপজেলা কৃষি কর্মকর্তা সাবিনা বেগম বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় নতুন পদ্ধতিতে যথেষ্ট পরিমাণে পটল উৎপাদন হচ্ছে। যে পরিমাণ পটল আবাদ হয়েছে তাতে খাওয়ার লোক নেই। তাই কৃষকরা কম দামে পটল বিক্রি করছেন।
এ উপজেলায় ৬০ হেক্টর জমিতে পটল চাষ হয়েছে বলেও জানান তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ
ভর্তি পরীক্ষায় জালিয়াতি: জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আল্টিমেটাম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিগত ভর্তি পরীক্ষাগুলোতে জালিয়াতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধেবিস্তারিত পড়ুন
সংঘর্ষের ঘটনায় রাবি কর্তৃপক্ষের মামলা, গ্রেপ্তার ১
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করেছেবিস্তারিত পড়ুন
স্থানীয়দের সঙ্গে রাবি শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ২০
বাসের সিটে বসাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের সঙ্গেবিস্তারিত পড়ুন