১৪৪ ধারা ভেঙে আ’লীগের দু’গ্রুপে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৩
নরসিংদীর রায়পুরার নিলক্ষার চরে ১৪৪ ধারা ভঙ্গ করে সংঘর্ষে জড়িয়েছে আওয়ামী লীগের দুই গ্রুপ। রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সংঘর্ষে তিনজন গুলিবিদ্ধসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। গুলিবিদ্ধ তিনজনকে নরসিংদী সদর হাসপাতালে নেয়া হলেও গ্রেফতার এড়াতে তারা হাসপাতাল থেকে পালিয়ে যান।
যারা গুলিবিদ্ধ হয়েছেন তারা হলেন- নিলক্ষা ইউনিয়নের গোপীনাথপুর মধ্যপাড়ার জাকির হোসেনের ছেলে সজল হোসেন (২২), নিলক্ষা বড়বাড়ির আলাউদ্দিনের ছেলে ওবায়দুল্লাহ (১৮) ও একই গ্রামের মৃত আবদুল গফুরের ছেলে সাইজ উদ্দিন (৩৫)।
স্থানীয়রা জানায়, বেশ কিছুদিন ধরে নিলক্ষায় স্থানীয় আওয়ামী লীগ নেতা রাজিব ও হক চেয়ারম্যান সমর্থকের মধ্যে বিরোধ চলছিল। এ কারণে ওই এলাকায় এর আগে দুইবার ১৪৪ ধারা জারি করা হয়। বড় ধরনের অনাকাঙ্খিত ঘটনা এড়াতে এখনও ১৪৪ ধারা চলছে।
রোববার স্থানীয় সংসদ সদস্য সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহম্মেদ রাজু উভয় পক্ষের বিবাদ মীমাংসার জন্য নিলক্ষায় যান। কিন্তু মীমাংসার পরিবর্তে এমপি ও পুলিশের সামনেই দুই পক্ষ ১৪৪ ধারা ভঙ্গ করে সংর্ঘর্ষে লিপ্ত হয়। এসময় বেশ কয়েকটি ঘরে অগ্নিসংযোগ করা হয়।
এক পর্যায়ে রাজিব সমর্থকরা টেঁটা, বটি ও লাঠিসোঠা নিয়ে এমপি রাজিউদ্দিন রাজুকে ঘিরে ফেলে। পরে রাজিউদ্দিন রাজু দুঃখ প্রকাশ করে দ্রুত নিলক্ষা ছেড়ে চলে আসেন।
নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আবদুল্লাহ আল মামুন বলেন, আহতদের মধ্যে সজল পায়ে, ওবায়দুল্লাহ হাতে ও সাইজ উদ্দিন গলা ও কপালে গুলিবিদ্ধ হয়েছে। তাদেরকে এক্স-রে করানোর জন্য প্রাইভেট হাসপাতালে নেয়ার পর আর ফিরে আসেনি।
রায়পুরা থানার ওসি আজহারুল ইসলাম বলেন, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর থেকেই নির্বাচিত চেয়ারম্যান ও সাবেক চেয়ারম্যানের মধ্যে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ চলে আসছে। কিছুদিন পরপরই থেমে থেমে এই সংঘর্ষ চলে। রোববার বিরোধ মেটানোর জন্য স্থানীয় সংসদ সদস্য উভয় পক্ষের সঙ্গে কথা বলতে আসেন। এ সময় একটি পক্ষ মনে করে যে, সংসদ সদস্য অন্য পক্ষকে সমর্থন করছেন। তাই দুই গ্রুপের সংঘর্ষ হয়। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নরসিংদীর লটকন দেশের চাহিদা মিটিয়ে এখন রপ্তানি হচ্ছে বিদেশে
নরসিংদীর শিবপুর উপজেলায় এ বছর ১৬ শতক হেক্টরে লটকন চাষবিস্তারিত পড়ুন
নরসিংদীতে ট্রাক-প্রাইভেট কার সংঘর্ষ, ওসিসহ নিহত ২
নরসিংদীতে ট্রাক ও প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষে হাইওয়ে থানার ওসিসহবিস্তারিত পড়ুন
ছাগল নিয়ে ঝগড়ায় ঘুষিতে প্রতিবেশীর মৃত্যু
ছাগল নিয়ে ঝগড়ার এক পর্যায়ে ঘুষিতে এক প্রতিবেশীর মৃত্যু হয়েছে।বিস্তারিত পড়ুন