শনিবার, অক্টোবর ৫, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

১৪ নম্বর কি তবে আলাউদ্দীন বাবু!

তাসকিনের রিপোর্ট আসেনি। তবে আসবে- এই বিশ্বাসে তাসকিনের জন্য জায়গা খালি রেখে আফগানিস্তানের বিপক্ষে প্রথম দুই ম্যাচের জন্য ১৩ জনের দল সাজানো হয়েছে।

কিন্তু প্রশ্ন হলো, ২৫ সেপ্টেম্বর প্রথম ওয়ানডের আগে কি তাসকিনের পরীক্ষার রিপোর্ট আসবে? সাধারনতঃ অ্যাকশন পরীক্ষা দেয়ার পর ১৪ থেকে ২১ দিনের মধ্যে বোলিং অ্যাকশন পরীক্ষার রিপোর্ট দেয়া হয়।

কিন্তু বৃহস্পতিবার ১৪ দিন পূর্ণ হলেও তাসকিনের রিপোর্ট হাতে পায়নি বিসিবি। ১৪ দিনে যখন আসেনি, তাই ভাবা হচ্ছে এখন ২১তম দিনের মাথায় আসতে পাওে সেই রিপোর্ট।

যদি ২১তম দিনের কথা ধরে নিই, তাহলে ২৯ সেপ্টেম্বরের আগে তাসকিনের রিপোর্ট আসার সম্ভাবনা খুব কম। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর ধারণা, ২৯ সেপ্টেম্বরের আগে তাসকিনের বোলিং অ্যাকশন পরীক্ষার পূর্ণাঙ্গ রিপোর্ট আসবে না।

যদি সত্যিই ২৯ সেপ্টেম্বরের আগে রিপোর্ট না আসে, তাহলে কি হবে? ততদিনে প্রথম দুই ওয়ানডে শেষ হয়ে যাবে।

বলার অপেক্ষা রাখে না, বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের প্রথম ওয়ানডে ২৫ সেপ্টেম্বর। আর দ্বিতীয় ওয়ানডে ২৮ সেপ্টেম্বর। তার মানে, তাসকিন মুক্ত হলেও শেষ ম্যাচের আগে ছাড়া দলে ঢুকতে পারবেন না তিনি।

তাহলে প্রথম দুই ম্যাচে কি ১৩ জনের বহরই থাকবে? নাকি শেষ মুহুর্তে অন্য একজনকে নেয়া হবে? এমন প্রশ্ন ক্রিকেট অনুরাগীদের মনে।

সে প্রশ্নর জবাব আছে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর কন্ঠে। বৃহস্পতিবার বিকেলে বিসিবি থেকে বাসায় ফেরার পথে মিনহাজুল জাগো নিউজকে বলেন, ‘২৯ সেপ্টেম্বরের আগে যদি তাসকিনের রিপোর্ট না আসে, তাহলে আমরা শেষ মুহেুর্তে একজনকে নিয়েও নিতে পারি।’

সেই একজন কে? প্রধান নির্বাচক নাম বলেননি। তবে সেটা যে আল আমিন নন, তা বলেই দেয়া যায়। কারণ আল আমিনকে বাইরে রেখেই শফিউল ইসলাম সুহাসকে নেয়া হয়েছে।

আল-আমিন সম্পর্কে কিছু নেতিবাচক কথাও বলেছেন প্রধান নির্বাচক। যে কারণে তাকে না নেয়ারই সম্ভাবনা বেশি। তাহলে ১৪ জনের কোটা পূর্ণ করতে হলে তো আরও একজনকে নিতে হবে। মাশরাফি, রুবেল আর শফিউলের সাথে গঠন কম্বিনেশন ঠিক রাখতেই আর একজন পেসার দরকার।

যদি তাসকিনের রিপোর্ট ২৯ সেপ্টেম্বরের আগে নাই আসে, তাহলে আরেকজন পেসার হিসেবে আলাউদ্দীন বাবুর দলভূক্তির সম্ভাবনাই বেশি। কারণ ২০ জনের শর্টলিস্টে আল আমিন ছাড়া তিনিই কেবল পেস বোলার। যদিও ২০ জনের শর্ট লিস্টে আলাউদ্দীন বাবুকে সীমিং অলরাউন্ডারের কোটায় নেয়া হয়েছে।

তাই তাসকিনের খালি জায়গায় আল আমিনের বদলে আলাউদ্দীন বাবু ঢুকে গেলে অবাক হওয়ার কিছুই থাকবে না।

এই সংক্রান্ত আরো সংবাদ

আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭

চেন্নাই টেস্টে ভারতের দেওয়া পাহাড়সম ৫১৫ রানের লক্ষ্যে ব্যাট করতেবিস্তারিত পড়ুন

খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির

রাওয়ালপিণ্ডিতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে ব্যস্ত পাকিস্তানি ফাস্ট বোলার শাহিনবিস্তারিত পড়ুন

বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় দুর্গত মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যেবিস্তারিত পড়ুন

  • নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে: মির্জা ফখরুল
  • আদালত প্রাঙ্গণে সাবেক বিচারপতি মানিককে ডিম-জুতা নিক্ষেপ
  • রাওয়ালপিন্ডি টেস্ট: ৯৪ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ
  • পুলিশের লুট হওয়া ১২৩৪টি অস্ত্র উদ্ধার
  • হাসপাতাল থেকে বাসায় পৌঁছলেন খালেদা জিয়া
  • বিএনপির শামা ওবায়েদ ও কৃষক দলের বাবুলের পদ স্থগিত
  • ইসির নিবন্ধন পেল এবি পার্টি, প্রতীক ঈগল
  • থানায় জিডি-মামলা নিতে দেরি করা যাবে না: পরিপত্র জারি
  • আন্দোলনে বিএনপির ১৯৮ কর্মী নিহত, জানালেন মহাসচিব
  • বিআরটিএ-তে সেবা নিতে গিয়ে যে অভিজ্ঞতা হলো অমিতাভ রেজার
  • চট্টগ্রামে হাসিনা-কাদেরসহ ১০৮ জনের বিরুদ্ধে মামলা
  • আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করাই প্রথম কাজ: স্বরাষ্ট্র উপদেষ্টা