১৪ বছর পর নিজ নামে জমি ফেরত পেল অন্ধ ভিক্ষুক
অন্ধ ভিক্ষুক আঃ ছালাম (৭৫)। পিতা মৃত রইচ উদ্দিন। বাড়ী নাটোরের সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের শতকুঁড়ি গ্রামে।
বসতভিটার ১৭শতাংশ জমি নিজ নামে ফেরত পেতে দীর্ঘদিন ঘুড়েছেন মানুষের দ্বারে দ্বারে। কিন্তু কোন লাভ হয়নি। শেষ পর্যন্ত সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলামের সদিচ্ছায় আইনি জটিলতা শেষে দীর্ঘ ১৪বছর পর বসতভিটার ১৭শতাংশ জমি নিজ নামে ফিরে পেয়েছেন তিনি।
ভিক্ষুক হওয়ায় প্রয়োজনীয় অর্থ না থাকার কারনে নিজ পকেট থেকে ৪২বছরের লিজমানি (৩ হাজার ৫৭০টাকা) পরিশোধ করে জমিটি অন্ধ ভিক্ষুক আঃ ছালামকে পাইয়ে দিতে সহযোগিতা করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলাম।
উপজেলা ভূমি অফিস সুত্রে জানা গেছে, ১৩৮১ বঙ্গাব্দে উপজেলার ১নং সুকাশ ইউনিয়নের শতকুঁড়ি মৌজায় ১১৮দাগে ১৭ শতাংশ জমি জৈনক ফয়েজ কারিকর লিজ নেন।
জমিটি তার নামে অনুমোদন হওয়ার পর নবায়ন না করে এসময় টাকার বিনিময়ে জমিটি আঃ ছালামকে দখল ছেড়ে দেন ফয়েজ কারিকর। তারপর দীর্ঘ ১৪বছর সেই জায়গায় বসবাস করছেন আঃ ছালাম।
আঃ ছালাম জমিটি তার নামে নেওয়ার জন্য জনপ্রতিনিধি, বিভিন্ন দফতর ও মানুষের দ্বারে দ্বারে গিয়েছেন । কিন্তু “ক” তপশীল ভুক্ত জমি ও এ সংক্রান্ত একটি মামলা চলমান থাকায় কোন লাভ হয় নি।
গত বুধবার পূর্বের লিজ গ্রহীতার নামে আদেশ ও মিসকেস (২/৭৭-৭৮) বাতিল করে ৪২ বছরের (১৩৮১-১৪২২ পর্যন্ত) নবায়নের (৩ হাজার ৫৭০টাকা) পরিশোধ করে জমিটি অন্ধ ভিক্ষুক আঃ ছালামকে পাইয়ে দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলাম।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলাম জানান, আইনে রয়েছে “ক” তফশীল ভুক্ত জমি নিয়ে মামলা চলমান থাকলেও লিজের কার্যক্রম চালু থাকবে। আর পূর্বের লিজ গ্রহীতা লিজ গ্রহণের পর কোনদিনও বকেয়া লিজ মানি পরিশোধ করেন নাই। বরং কতৃপক্ষকে ভুল বুঝিয়ে বর্ণিত জমি তার নিজ নামে খারিজ করে হোল্ডিং চালু করেন। কিন্তু কখনই ভূমি উন্নয়ন কর পরিশোধ করেননি। তাছাড়া নালিশি জমি দীর্ঘদিন যাবত পূর্বের লিজ গ্রহীতার ভোগ দখলে নাই।
যেহেতু আঃ ছালাম দীর্ঘ ১৪বছর যাবত শান্তিপূর্ণ ভাবে সেই জায়গা ভোগদখল করছেন। সেহেতু পূর্বের লিজ গ্রহীতার নাম পরিবর্তন করে আঃ ছালামের নামে লিজ নবায়ন ও ডিসিআর প্রদান করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
নিজস্ব প্রতিবেদক : নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ এলাকায় কোটা আন্দোলনকারী সংগঠকবিস্তারিত পড়ুন